×

জাতীয়

তাহিরপুর সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৮, ১২:২৭ পিএম

তাহিরপুর সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাদের ধরে নিয়ে যায়। এরা হচ্ছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও মাইজহাটি গ্রামের সফর উদ্দিনের ছেলে সলিম উদ্দিন (৩০), একই গ্রামের লাল চান মিয়া (২৮) পিতা অজ্ঞাত, সুজন মিয়া (৩৫) ও সচীন্দ্র দাস(৩৮)। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে উপজেলার চারাগাঁও সীমান্ত ১১৯৫ নম্বর মেইন পিলারের সংলগ্ন এলাকায় লাকড়ি কুড়াতে কুড়াতে ভুলক্রমে ভারতীয় সীমান্ত এলাকায় ঢুকে পড়ে। এসময় ভারতীয় রিজার্ভ ফোর্স তাদের ধরে নিয়ে যায়। সুনামগঞ্জ-২৮ বিজিরি’র অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধরে নিয়ে যাওয়া ৪ বাংলাদেশিকে ফেরত আনতে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App