×

জাতীয়

চট্টগ্রামে মানববন্ধন পদত্যাগী ছাত্রলীগ নেতা রনির মামলা প্রত্যাহার দাবি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৮, ০৯:৪৭ পিএম

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেয়া নুরুল আজিম রনির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রনির বিরুদ্ধে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও কোচিং সেন্টারের মালিকের করা মামলা প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি শিক্ষা বাণিজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। এর আগে দুপুর থেকেই বন্দরনগরীর বিভিন্ন এলাকা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় আগে থেকে অনুমতি নেয়া হয়নি- উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে মানববন্ধনে বাধা দেয়া হয়। এরপর অনুমতি নিয়ে কর্মসূচি পালন করেন ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা হাসান মনসুর, আওয়ামী লীগ নেতা আকতার উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আলী রেজা পিন্টু, মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম সামদানি জনি, ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ চৌধুরী। সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে রনির বিরুদ্ধে মামলা করেন এক কোচিং সেন্টারের পরিচালক। এর আগে মারধরের অভিযোগ এনে মামলা করেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ। মারধরের ভিডিও ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় কমিটির কাছে অব্যাহতি চেয়ে আবেদন করেন রনি। কেন্দ্রীয় ছাত্রলীগ তার অব্যাহতিপত্র গ্রহণ করে তাকে চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App