×

জাতীয়

চক্রান্ত করা হলে কোনো ছাড় দেওয়া হবে না

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৮, ০৯:৩৪ পিএম

চক্রান্ত করা হলে কোনো ছাড় দেওয়া হবে না
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার ক্যলাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র বা চক্রান্ত করা হলে কোনো ছাড় দেওয়া হবে না। সোমবার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে স্বাধীনতা একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে সভায় রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপের আহ্বানের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না। আমরা তাদের সঙ্গে কোনো আপোস করব না। খুনিদের সঙ্গে কীসের আলোচনা? রাজকারদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, উদার গণতন্ত চর্চা আমরা অনেক বার করেছি। এখন আর করব না। কোনো ছাড়া দেওয়া প্রশ্নই আসে না। যারা বড় বড় কথা বলেন তাদের মনে রাখতে হবে, অতীতে আমরা কী করেছি। বিএনপি নির্বাচনে আসেনি তাতে আমাদের কী করার আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চায় উল্লেখ করে নাসিম বলেন, দলবিহীন নয়, আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন করব আমরা। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তাতে কোনো দল এলো বা না এলো তাতে আমাদের কিছুই করার নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সংবিধানের বাইরে যাব না। সংবিধানের বাইরে যাবার সুযোগ আমাদের নেই। বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান মেনে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App