×

আন্তর্জাতিক

কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলায় নিহত ৫২

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০১৮, ০৮:১৪ পিএম

কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলায় নিহত ৫২
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫২ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি। নিহতদের মধ্যে ২১ জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।এই হামলায় আহত হয়েছেন আরো ১১২ জন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। বিবিসির খবরে বলা হয়, রবিবার কাবুলের পশ্চিমাংশের দাশত-ই বার্চি এলাকায় ওই কেন্দ্রের বাইরে ভোটাররা যখন পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন, তখনই ওই বিস্ফোরণ ঘটানো হয়। আগামী অক্টোবরের স্থানীয় ও সংসদীয় নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের কাজ গত সপ্তাহে শুরু করেছে আফগানিস্তান সরকার। ইসলামিক স্টেটের (আইএস) মুখপত্র আমাক জানায়, ভোটার নিবন্ধন কেন্দ্রকে লক্ষ্য করে বিস্ফোরক বেল্ট পরে একজন আইএস সদস্য এই হামলা চালিয়েছে। কাবুলের ওই এলাকায় সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের বসবাস। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকায় প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানান, ওই ভোটার নিবন্ধন কেন্দ্রে পরিচয়পত্র বিতরণের সময় হেঁটে আসা এক ব্যক্তি তার সঙ্গে থাকা বোমায় বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং বিভিন্ন বাড়ির জানালা ভেঙে পড়ে। বশির আহমদ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাস্থলে শিশুদের নিয়ে নারীরাও এসেছিলেন পরিচয়পত্র সংগ্রহ করতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App