×

জাতীয়

মন্ত্রী-এমপিদের প্রচারণার সুযোগ সংবিধান পরিপন্থী

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৮, ০৬:১৬ পিএম

মন্ত্রী-এমপিদের প্রচারণার সুযোগ সংবিধান পরিপন্থী
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) মন্ত্রী-এমপিদের প্রচারণায় নামার সুযোগ দিতে পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিষয়টিকে ‘সংবিধান পরিপন্থী’ হিসেবে অভিহিত করেছেন তিনি। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, নির্বাচন কমিশন সংসদ সদস্যদের প্রচারে যাওয়ার সুযোগ দিতে পারে। আমরা বলতে চাই, এটা স্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন হবে, আইনের লঙ্ঘন হবে, নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে।’ নির্বাচন কমিশনকে উদ্দেশ করে খন্দকার মোশাররফ বলেন, ‘আবারো আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা স্বাধীন, আপনারা নিরপেক্ষ। আপনাদের যে বিধি, সেই বিধি যাতে লঙ্ঘন না হয়, সেটা আপনারা দেখবেন। অন্যথায় জনগণই সিদ্ধান্ত নেবে আগামী সংসদ নির্বাচন আপনারা (ইসি) নিরপেক্ষ ও সুষ্ঠু করতে পারবেন কিনা।’ কুমিল্লার বিএনপি নেতা খোরশেদ আলমের স্মরণে এ সভার আয়োজন করে ‘জাতীয়তাবাদী নাগরিক দল’। খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান তিনি। মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছে। তাহলে সেটা কী হয়? এই মিডিয়ার সৌজন্যে এটা সারাদেশের মানুষ জানতে পারে যে নৌকায় ভোট চাচ্ছে। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনেও আওয়ামী লীগ নৌকায় ভোট চাচ্ছে। প্রকারান্তরে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দরা সিটি করপোরেশনেও ভোট চাচ্ছেন। এটা তারা চাইতে পারেন না। এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’ সংগঠনের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে মনজুর হোসেন ঈসার পরিচালনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজীম, সাবেক সাংসদ আব্দুল গফুর ভূঁইয়া, আতাউর রহমান আঙ্গুর কেন্দ্রীয় নেতা খন্দকার মারুফ হোসেন, প্রয়াত খোরশেদ আলমের ছেলে আতিকুল আলমসহ চান্দিনা ও হোমনার বিএনপির নেতারা আলোচনায় অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App