×

খেলা

গেইলের চেয়েও ধ্বংসাত্মক সেঞ্চুরি হাঁকালেন ওয়াটসন!

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৮, ১০:৩৭ পিএম

গেইলের চেয়েও ধ্বংসাত্মক সেঞ্চুরি হাঁকালেন ওয়াটসন!
পথটা দেখিয়ে দিয়েছিলেন ক্রিস গেইল। গতকাল বৃহস্পতিবার চলতি আইপিএলের একাদশ আসরে প্রথম সেঞ্চুরি উপহার দেন ক্যারিবীয় দানব। তার অপরাজিত সেই ইনিংসে ভর করে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথম হারের স্বাদ দেয় কিংস ইলেভেন পাঞ্জাব। তারপর থেকেই চলে আসছে গেইল স্তুতি। আজ যেন গেইলকেও ছাড়িয়ে গেলেন শেন ওয়াটসন। টসে জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ে পাঠানোটাই সম্ভবত কাল হলো রাজস্থান রয়্যালসের জন্য। আম্বতি রাইডুর সঙ্গে ওপেন করতে নেমে ৫৭ বলে ১০৬ রানের দানবীয় ইনিংস খেললেন এই অস্ট্রেলীয়। ৯টি চারের পাশাপাশি ৬টি ছক্কা। তিন অংকে পৌঁছেছেন মাত্র ৫১ বলে। যেখানে টি-টোয়েন্টির 'ইউনিভার্স বস' গতকাল ৫৮ বলে তিন অংক স্পর্শ করেছিলেন। একমাত্র শ্রেয়াস গোপাল ছাড়া (৪ ওভারে ২০ রান) প্রায় সবাই বেদম পিটুনির শিকার হয়েছেন। এক স্টুয়ার্ট বিনিই ২ ওভারে ৩৩ রান দিয়ে বসেছেন। বাউন্ডারি খেয়েছেন ৭টি। তবে ছক্কার ঝড় গেছে কৃষ্ণাপ্পা গৌতম আর জয়দেব উনাদকাটের ওপর দিয়েই। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৪ রান তুলেছে ধোনির চেন্নাই। এতে সুরেশ রায়নার ২৯ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন সুরেশ রায়না। ডিজে ব্র্যাভোও ১৬ বলে ২৪ রান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App