×

জাতীয়

খালেকের তথ্য গোপনের বিষয়ে ৪০ মিনিট শুনানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৮, ০২:২২ পিএম

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেকের হলফনামায় তথ্য গোপনের অভিযোগের শুনানি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রায় ৪০ মিনিট ধরে শুনানি অনুষ্ঠিত হয়। আপিল বোর্ডের প্রধান ও খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এ শুনানি গ্রহণ করেন। অপরদিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২৫ জন কাউন্সিলর প্রার্থীরও আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ এপ্রিল বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানান। এ অভিযোগের পরিপেক্ষিতে গতকাল শুনানির তারিখ ধার্য করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই প্রার্থীকেই উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে চিঠি পাঠান আপিল বোর্ডের প্রধান বিভাগীয় কমিশনার। শুনানিতে অংশ নিতে দুপুর আড়াইটায় তালুকাদর আবদুল খালেক ও ২টা ৩৮ মিনিটে নজরুল ইসলাম মঞ্জু তাদের আইনজীবীদের নিয়ে আপিল বোর্ডের প্রধান খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন। দুই মেয়র প্রার্থীই পক্ষে বিপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন। এই আপিলে প্রায় ৪০ মিনিট শুনানি চলে। পরে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, আইনে বলা আছে ৩ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। আমাদের হাতে এখনো একদিন সময় রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই আপিলের রায় দেয়া হবে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, আমার পক্ষের আইনজীবী প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। আপিল বিভাগ যে রায় দিবেন তা আমি মেনে নেব। তিনি আরো বলেন, আগামী ১৫ মে জনগণ যাকে ভোট দিবেন তিনিই মেয়র নির্বাচিত হবেন। এটা নিয়ে ঝামেলা করে কোনো লাভ নেই। অন্যদিকে বিএনপি মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হলফনামায় যে মিথ্যা তথ্য দিয়েছেন এর প্রয়োজনীয় প্রমাণাদি আমরা আপিল বিভাগে দাখিল করেছি। এই রায় তার পক্ষেই যাবে মন্তব্য করে মঞ্জু আরো বলেন, আমরা রায়ের অপেক্ষায় আছি। এই ধরনের আইনকানুন থাকার পরও এর ফাঁক-ফোকর দিয়ে কেউ যাতে বেরিয়ে যেতে না পারে। যদি বেরিয়ে যায় তাহলে ভবিষ্যতের জন্য একটা খারাপ দৃষ্টান্ত হবে। এই বিদ্যমান আইন অচল হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App