×

জাতীয়

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৮, ০১:১৯ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুমিল্লার বুড়িচংয় কংশনগরে হালিম নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এ ঘটনায় জাকির হোসেন ও লিমন সরকার নামে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের বুড়িচংয়ের কংশনগর বাজারের কাছে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এসময় ডাকাতরা তাদের উপস্থিতি টের পেয়ে ইট-পাটকেল ও গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে বুড়িচংয়ের বাজেবাহেরচর গ্রামের মফিজুল ইসলামের ছেলে আবদুল হালিম গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় ডাকাত দলের সদস্য জাকির হোসেন ও লিমন সরকার নামের দু’জনকে গ্রেপ্তার হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আবদুল হালিমের নামে কুমিল্লার বিভিন্ন থানায় সড়কে ডাকাতি, বোমা বিস্ফোরণ, বাড়ি-ঘরে ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। নিহত হালিমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App