সবে সবে ‘ধড়ক’-এর শুটিং শেষ করেছেন জাহ্নবী কাপুর। শোনা যাচ্ছে, দাদা অর্জুন কাপুর দিদি অংশুলা কাপুর এবং বোন খুশি কাপুরের সঙ্গে এবার নাকি বিদেশে ছুটি কাটাতে যাবেন জাহ্নবী। কিন্তু, ঘুরতে যাওয়ার আগেই কি অসুস্থ হয়ে পড়লেন জাহ্নবী?
একটি অনলাইন পোর্টালের দাবি অনুযায়ী, সম্প্রতি মুম্বইতে একটি ক্লিনিকের বাইরে দেখা যায় জাহ্নবীকে। সাদা টিশার্ট এবং গোলাপী রঙের শর্টস পরে ক্লিনিক থেকে বেরোতে দেখা যায় শ্রীদেবীর মেয়েকে। তখন থেকেই শুরু হয় গুঞ্জন। জাহ্নবীর কী হয়েছে, যাতে তড়িঘড়ি ক্লিনিকে ছুটতে হল তাঁকে। যদিও ক্যামেরা দেখে ততক্ষনাত গাড়িতে উঠে পড়েন জাহ্নবী। বিষয়টি নিয়েও কোনওরকম মন্তব্য করেননি তিনি।
সম্প্রতি শাহিদ কাপুরের ভাই ঈশান খাটটারের সঙ্গে ‘ধড়ক’-এর শুটিং শেষ করেন জাহ্নবী কাপুর। বলিউডে ডেবিউ করার আগে থেকেই খবরের শিরোনামে আসতে শুরু করেন শ্রী কন্যা। কিন্তু, মায়ের মৃত্যুর পর পার্টি থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আউটিং, কোথাও ক্যামেরার সামনে সেভাবে আর দেখা যায়নি জাহ্নবী কাপুরকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।