×

আন্তর্জাতিক

গণতন্ত্র নিয়ে ইউরোপে গৃহযুদ্ধ চলছে: ম্যাক্রো

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৮, ১০:৫০ পিএম

গণতন্ত্র নিয়ে ইউরোপে গৃহযুদ্ধ চলছে: ম্যাক্রো
পূর্ব-পশ্চিম ইউরোপের মধ্যে বিভক্তি বাড়তে থাকার কারণে ‘ইউরোপীয় গৃহযুদ্ধের’ ব্যাপারে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউরোপে উদার গণতন্ত্র ও বাড়তে থাকা কর্তৃত্ববাদের মধ্যে ‘গৃহযুদ্ধ’ চলছে বলে সতর্ক করে দিয়ে ম্যাক্রোঁ বলেন, এতে করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেঙে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টের ভাষণে ম্যাক্রোঁ এ কথা বলেন। ইইউ’কে গণতন্ত্রের প্রতি নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, “আমাদেরকে অবশ্যই জনগণের সুরক্ষায় ইউরোপে নতুন করে সার্বভৌমত্বকে সুদূঢ় করতে হবে এবং ইইউ কে বাঁচাতে সবচেয়ে প্রয়োজনীয় সংষ্কারগুলো সাধন করতে হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App