×

জাতীয়

খালেকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ মঞ্জুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৮, ০১:২৩ পিএম

হলফনামায় তথ্য গোপনের অভিযোগে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেকের মনোনয়ন বাতিলের জন্য রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু গতকাল সোমবার দুপুরে এ অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, তালুকদার আবদুল খালেক সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট। নর্থ-ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। ইস্টার্ন পলিমার লিমিটেডের পরিচালক ও সর্বময় নিয়ন্ত্রণকারী। এখান থেকে তিনি নিয়মিত বিপুল পরিমাণ অর্থ আয় করেন। কিন্তু খালেক তার নির্বাচনী হলফনামায় এসব তথ্য গোপন করেছেন। এমনকি ইস্টার্ন পলিমার লিমিটেডের নেয়া ঋণ তথ্যও তিনি হলফনামায় উল্লেখ করেননি। এ ছাড়া দলীয় মনোনয়নপত্রে তার ভোটার নম্বরও উল্লেখ করা হয়নি। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০-এর ১২ ধারা অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা দাখিল করার বিধান রয়েছে। ওই হলফনামায় তথ্য গোপন করলে কিংবা মিথ্যা তথ্য দিলে তার প্রার্থিতা বাতিলেরও বিধান রয়েছে। অভিযোগ তদন্ত করে মনোনয়ন বাতিল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অভিযোগটি গ্রহণ করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির। এ ব্যাপারে রিটার্নিং অফিসার ইউনুস আলী বলেন, বিএনপির মেয়র প্রার্থী আমাদের জেলা নির্বাচন অফিসারের কাছে একটি অভিযোগ দিয়েছেন। এটা কি ব্যাপারে তা এখনো আমি দেখিনি। তবে মনোনয়ন যাচাই-বাছাই করার সময় সব মেয়র প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। কোনো অভিযোগ থাকলে তখনই তিনি করতে পারতেন। অভিযোগকারীরা যদি মনে করেন কাগজপত্রের সার্টিফাইড কপি নেবেন, তাহলে নির্বাচন কমিশন তা দিতে পারবে বলেও তিনি জানান। এদিকে গতকাল দুপুরে নগরীর উদয়ন ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মঞ্জু বলেন, খুলনার মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে পরিপূর্ণ নিশ্চয়তা চায়। ভোট ডাকাতির চেষ্টা করা হলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা জীবন দিয়ে হলেও তা প্রতিহত করবে। একই দিন দুপুর ১২টায় কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা থেকে ২০ দলীয় জোটের পক্ষে জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনাকে নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব দেয়া হয়। এ ছাড়া কেসিসি নির্বাচন পরিচালনার জন্য কমিটিও গঠন করা হয়। এতে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজাকে আহ্বায়ক, আমীর এজাজ খানকে সদস্য সচিব এবং নগর ও জেলা বিএনপির সিনিয়র নেতাদের সদস্য করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App