×

পুরনো খবর

মিনিসো’র নতুন ফ্ল্যাগশিপ স্টোর যমুনায়

Icon

অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৮, ০৮:৪২ এএম

মিনিসো’র নতুন ফ্ল্যাগশিপ স্টোর যমুনায়
মিনিসো’র নতুন ফ্ল্যাগশিপ স্টোর যমুনায়
মিনিসো’র নতুন ফ্ল্যাগশিপ স্টোর যমুনায়
মিনিসো’র নতুন ফ্ল্যাগশিপ স্টোর যমুনায়
বর্হিবিশ্বে নির্ধারিত বাজেট মূল্যে বৈচিত্র্যময় পণ্য একই ছাদের নিচে পাবার মতো বেশকিছু স্টোর বা স্টার্টআপ কনস্টেপ্ট জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে এধরনের কনসেপ্টে মূলত ১-৯৯+ মূল্যের দোকানগুলো গড়ে উঠেছে। তবে, মিনিসো’র প্রাথমিক চিন্তা সেরকমই অনেকটা। জাপানের ফার্স্ট গ্রোয়িং ডিজাইনার এই স্টোরটি মূলত: সাশ্রয়ী দামে ভালো পণ্য ক্রেতাদের পৌঁছে দেবার লক্ষ্য নিয়ে কাজ করছে। ২০১৩ সালে টোকিওতে যাত্রা শুরু করলেও মিনিসো’র বর্তমানে ৪১ টি দেশে তিন হাজারের বেশি স্টোর রয়েছে।   [caption id="attachment_50840" align="aligncenter" width="3000"] মিনিসো’র আন্তর্জাতিক অপারেশন ম্যানেজার অ্যালেন লিও, ফ্র্যানচাইজি’র চেয়ারম্যান এবং এক্সট্যাসির উদ্দ্যোক্তা তানজীম হক, ব্যবস্থাপনা পরিচালক তাহসিন হক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডিজাইনার আসমা হক, ক্রিকেটার সাব্বির রহমানসহ অন্যান্য[/caption] বাংলাদেশে দ্রুত বাজার সম্প্রসারণের অংশ হিসাবে এবার যাত্রা শুরু করলো রাজধানীর যমুনা ফিউচার পার্কে। সুপরিচিত জাপানি লাইফস্টাইল ডিজাইনার ব্র্যান্ডটির এ স্টোরটিতে এলিভেশন ফ্র্যানচাইজি বিনিয়োগ করবে। গত ১৩ এপ্রিল মারিয়া নূরের উপস্থাপনায় আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চালু হয় নতুন ফ্ল্যাগশীপটি। জাপানি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র টাইকো ড্রামিং এর আওয়াজ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপরপরই ছিল রিবন কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু ও পরবর্তি ট্র্যাডিশন্যাল সাংস্কৃতিক আয়োজন। [caption id="attachment_50839" align="aligncenter" width="2465"] জাপানি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র টাইকো ড্রামিং এর আওয়াজ দিয়ে শুরু হয় অনুষ্ঠান[/caption] পুরো আয়োজন জুড়ে উপস্থিত ছিলেন মিনিসো’র আন্তর্জাতিক অপারেশন ম্যানেজার অ্যালেন লিও, ফ্র্যানচাইজি’র চেয়ারম্যান এবং এক্সট্যাসির উদ্দ্যোক্তা তানজীম হক, ব্যবস্থাপনা পরিচালক তাহসিন হক, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডিজাইনার আসমা হক, ক্রিকেটার সাব্বির রহমান, মোটিভেশনাল বক্তা সুলেমান সুখনসহ অনেকেই। মিনিসো’র যমুনা ফিউচার পার্কের স্টোরটি নিয়ে তানজীম হক জানান, জাপানের ফার্স্ট-ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ড হিসেবে অল্প সময়েই এটি অনেক দেশেই ক্রেতাদের পছন্দের তালিকায় উঠে এসেছে। মিনিসো’র মূল লক্ষ্য সাশ্রয়ী দামে উচ্চমানের জীবনযাপন করতে ভোক্তাদের সাহায্য করা। ইতমধ্যে ঢাকার বনানী এবং সিলেটে মিনিসো'র আরো দুটি স্টোর চালু রয়েছে। উল্লেখ্য ক্রিয়েটিভ লাইফস্টাইল পণ্য, স্পোর্টস-ফিটনেস, গেজেটস, আইসিটি পণ্য, স্বাস্থ্য এবং সৌন্দর্য, স্টেশনরি ও উপহার, খেলনাসহ বৈচিত্র্যপূর্ণ জিনিসপত্র পাওয়া যাবে মিনিসোতে। বিস্তারিত মিলবে মিনিসো বাংলাদেশের ফেসবুক পেইজেও । ঠিকানা : Miniso Bangladesh

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App