×

জাতীয়

সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৮, ০৫:৫৫ পিএম

সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে যৌথ সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড-১’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরবের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সৌদিতে সংক্ষিপ্ত সফর শেষে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের লন্ডন যাবেন প্রধানমন্ত্রী।

আজ রোববার বিকেল ৪টা ৩৫ মিনিটে বিজি-০৪৯ যোগে সৌদি আরবের দাম্মাদের উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা।

সৌদির স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দাম্মাম কিং ‍ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ ও সৌদি সরকারের প্রতিনিধিরা।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহযোগে শেরাটন দাম্মাম হোটেলে নেওয়া হবে। সেখানে রাত্রীযাপন করবেন প্রধানমন্ত্রী।

আগামীকাল সোমবার দুপুর ১টায় গাল্ফ শিল্ড-১ যৌথ সামরিক মহড়ার সমাপনীতে যোগ দেবেন শেখ হাসিনা। গত ১৮ মার্চ শুরু হওয়া গাল্ফ শিল্ড-ওয়ান যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশসহ ২৩টি দেশ অংশ নিয়েছে। বিকেল ৫টায় প্রধানমন্ত্রী বিশেষ ফ্লাইট যোগে দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন।

লন্ডন লুটন বিমানবন্দরে অবতরণের পর যুক্তরাজ্যে ‍নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল হোটেল ক্ল্যারিজে যাবেন।

আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী কমনওয়েলথ ওমেন ফোরাম এর ‘এডুকেশন টু ইমপাওয়ার : ম্যাকিং ইউনিটেবল অ্যান্ড কোয়ালিটি প্রাইমারি এডুকেশন অ্যান্ড সেকেনডারি এডুকেশন এ রিয়ালিটি ফর গার্লস অ্যাক্রোস দ্য কমনওয়েলথ’ বিষয়ক পর্বে অংশগ্রহন করবেন।

বিকেল ৪টায় ওভারসেস ডেভলপমেন্ট ইন্সটিটিউ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় লন্ডনের লর্ড মেয়র আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন তিনি।

আগামী বুধবার এশিয়ার নেতাদের গোল টেবিল বৈঠক ‘ক্যান এশিয়া কিপ গ্রোয়িং’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাতে স্কাই গার্ডেনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে আয়োজিত অভ্যর্থনা ও নৈশভোজে অংশ নেবেন তিনি।

আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় বাকিংহাম প্যালেসে কমনওয়েলথ সরকার প্রধানদের সভার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। ১১টায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড আয়োজিত অফিসিয়াল সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। বেলা সোয়া ১২টায় এক্সিকিউটিভ সেশন-১-এ অংশ নেবেন তিনি। দুপুর সোয়া ১টায় কমনওয়েলথ মহাসচিব আয়োজিত অভ্যর্থনায় অংশগ্রহণ করবেন।

বেলা আড়াইটার দিকে এক্সিকিউটিভ সেশন-২ এবং সোয়া ৪টায় এক্সিকিউটিভ সেশন-৩-তে অংশ নেবেন শেখ হাসিনা। রাতে সরকার প্রধানদের সম্মানে যুক্তরাজ্যে রানি আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

আগামী ২০ এপ্রিল সকাল থেকে দুপর পর্যন্ত রিট্রিট সেশন অন ১, ২, ৩ তে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন বিকেল ৩টায় প্রবাসী ‍বাংলাদেশীদের দেওয়া অভ্যর্থনায় যোগ দেবেন তিনি।

সন্ধ্যায় সরকার প্রধানদের সম্মানে রয়েল কমনওয়েলথ সোসাইটি আয়োজিত অভ্যর্থনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।বৃটেনের রানির জন্মদিন উপলক্ষ্যে রয়েল কমনওয়েলথ সোসাইটি আয়োজিত কনসার্টে যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে আগামী ২২ এপ্রিল লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ২০মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পরের দিন সকাল সোয়া ৯টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App