×

খেলা

রাতে পাঞ্জাবের মুখোমুখি ধোনির চেন্নাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৮, ০৩:৪৯ পিএম

রাতে পাঞ্জাবের মুখোমুখি ধোনির চেন্নাই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুই বছর নিষেধাজ্ঞা ছিল চেন্নাই সুপার কিংসের ওপর। তা কাটিয়ে চলতি বছরই দলটি ফিরেছে এই টুর্নামেন্টে। মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ডোয়াইন ব্রাভোর মত পরীক্ষিত সৈনিককে ধরে রাখলেও দলটি ছেড়ে দিয়েছে আরেক পারফর্মার স্পিনার-অল রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে। তিনি অধিনায়ক হিসেবে যোগ দিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবে। রোববারই পুরোনো দল ও পুরোনো সতীর্থদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন অশ্বিন, তাও মোহালিতে। রাত সাড়ে আটটায় শুরু হবে দিনের দ্বিতীয় এই ম্যাচ। দুই বছর পর ফিরলেও চেন্নাইয়ের পারফরম্যান্সে এর কোন ছাপ পড়েনি। আইপিএলের সবচেয়ে বেশিবারের ফাইনালিস্ট দলটি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে এক বল ও এক উইকেট হাতে রেখে জিতেছিল চেন্নাই। দ্বিতীয় ম্যাচে তাদের বিপক্ষে ২০২ রানের পাহাড়ে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স। সে ম্যাচেও ১ বল ও ৫ উইকেট হাতে রেখে জিতেছিল চেন্নাই। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে দাপটের সাথেই হারিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ১৬৭ রানের লক্ষ্য তারা ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে ১৫৫ রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব। বোলিংয়েও খুব একটা সুবিধা করতে পারেনি দলটি। ম্যাচটি হারে ৪ উইকেটে। এই ম্যাচে জয় পেলে তিন ম্যাচে ছয় পয়েন্ট হবে চেন্নাইয়ের। অন্যদিকে জয় না পেলে পিছিয়ে যাবে পাঞ্জাবও। দেখা যাক, পুরোনো সতীর্থদের সাক্ষাতে জয় আসে কাদের হাতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App