×

জাতীয়

মানুষের ঢল মঙ্গল শোভাযাত্রায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৮, ০২:২৮ পিএম

মানুষের ঢল মঙ্গল শোভাযাত্রায়
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থান থেকে আসা নানা বয়সী হাজার হাজার মানুষ অংশ নেন। তারা নিজেদের সোনার মানুষ হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে, শনিবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শাহবাগ হয়ে শেরাটন হোটেল, সেখান থেকে ইউটার্ন করে টিএসসি ঘুরে আবার চারুকলার সামনে এসে বেলা সোয়া ১০টার দিকে শেষ হয়। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল বাউল সম্রাট লালন ফকিরের ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। শোভাযাত্রায় মা পাখি সাথে ছানা, হাতি, মাছ ও বক, মহিষ, সূর্য, টেপা পুতুল এবং সাইকেলে মা ও মেয়ে-এই ৭টি মোটিফ স্থান পায়। এদিন, মঙ্গল শোভাযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থায় মোড়ানো ছিল। এছাড়াও বাংলা নববর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App