×

জাতীয়

বিকেল ৫টার পর বাইরের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৮, ১১:১১ এএম

বিকেল ৫টার পর বাইরের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী আজ উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ- পহেলা বৈশাখ। দিনটি নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গতকাল শুক্রবার বিকেলে আবারো স্মরণ করিয়ে দিয়েছেন শনিবার বিকেল ৫টার পর উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা থাকবে। গতকাল বিকেলে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশের মানুষ যাতে সুন্দরভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে, সেজন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। শনিবার পহেলা বৈশাখ এবং পরদিন মুসলমানদের প্রাণের উৎসব শব-ই মেরাজ। সেজন্য পহেলা বৈশাখে বিকেল ৫টার পর বাইরে কোনো অনুষ্ঠান চলবে না। তিনি আরো বলেন, পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ পুলিশের সকল সংস্থা নিয়োজিত থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। উৎসবকেন্দ্রিক কোনো ঝুঁকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এবার এই শোভাযাত্রায় বিদেশি মেহমানরা থাকতে পারেন। সেজন্য মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। আমরা প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছি, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এসময় আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, নারীদের যৌন হয়রানির মতো ঘটনা প্রতিরোধে রমনা ও এর আশপাশের এলাকা এবং হাতিরঝিলে পয়লা বৈশাখ উপলক্ষে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে পুরো রমনা এলাকার আকাশপথে টহল দেবে র‌্যাবের হেলিকপ্টার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App