×

জাতীয়

নানা আয়োজনে নেত্রকোনায় নববর্ষ উদযাপন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৮, ০৭:৫৬ পিএম

নানা আয়োজনে নববর্ষ উদযাপন করেছে নেত্রকোনাবাসী। এ উপলক্ষে শনিবার সকালে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার।

এর পরপরই মিতালী সংঘের শোভাযাত্রায় নেতৃত্ব দেন সাবেক এমপি জেলা অঅওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু।

আধুনিক সদর হাসপাতালের ডাক্তার নার্সদের অংশগ্রহণে শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন তাজুল ইসলাম। এছাড়াও সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক সামজিক সংগঠন নিজ নিজ ব্যানারে শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রায় নানা রঙের বাহারী সাজে সেজেছে শিশুরাও। সকল বয়সের নারী পুরুষের অংশগ্রহণে বাদ্যের তালে তালে পুরো শহর প্রদক্ষিণ করে মঙ্গল শোভাযাত্রাটি। পরে পুরাতন কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।

এর আগে সকালে উদীচীর পরিবেশনায় মোক্তারপাড়া মুক্তমনা মঞ্চে হাওলাঞ্চলের ধামাইল নৃত্য পরিবেশন করা হয়।

এছাড়া শহরের কঁচি কাঁচা বিদ্যানিকেতন প্রাঙ্গণে, শহরের পূর্বাঞ্চলীয় চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করা হয়। সেই সাথে গ্রামীণ নানা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App