ইতিহাসের দোরগোড়ায় লিভারপুল। রোমাকে হারালে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। সেটা জিতলেই তো হয়ে গেল। মোহাম্মদ সালাহর বিশ্বাস শিরোপা জিততে পারবে লিভারপুল।
ম্যানচেস্টার সিটিকে কোয়ার্টার ফাইনালে বিদায় করে ১০ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে লিভারপুল। ষষ্ঠবার ইউরোপ চ্যাম্পিয়ন হতে আর দুটি বাধা টপকাতে হবে তাদের। ১৩ বছর পর ফাইনাল নিশ্চিত করতে তারা রোমার বিপক্ষে ২৪ এপ্রিল ও ২ মে মাঠে নামবে।
লিভারপুলকে এখনও বেশ লম্বা পথ পাড়ি দিতে হবে স্বীকার করলেন সালাহ। একই সঙ্গে দলের হাতে ষষ্ঠ শীর্ষ ইউরোপিয়ান শিরোপা দেখতে পাচ্ছেন এই মৌসুমে ৩৯ গোল করা তারকা, ‘আমরা জিততে পারি, এখন সেমিফাইনালে আছি। আমি সবসময় বলেছি আমরা ধাপে ধাপে এগোচ্ছি। এখন আমরা সেমিফাইনালে এবং যে কোনও কিছু হতে পারে।’
সালাহ আরও বলেছেন, ‘আমাদের জিততে হবে, এই আবেগ নিয়ে প্রত্যেক দল কোয়ার্টার ফাইনালে খেলেছিল। আমরা এটা করতে পেরেছি। এখন সেমিফাইনালে, শেষ ধাপ পার হতে আর দুটি খেলা বাকি আছে।’ গোল ডটকম
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।