×

জাতীয়

৪ কিলোমিটার মহাসড়ক জুড়ে আলপনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৮, ০৭:২১ পিএম

৪ কিলোমিটার মহাসড়ক জুড়ে আলপনা

বাংলা বর্ষবরণ উপলক্ষে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়ার লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে ছাত্রীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে আলপনার কাজ করছে। শুক্রবার সকাল থেকে তাদের আলপনার কাজ করতে দেখা যায়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদীন খান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ প্রশাসনের অন্যান্য দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক হাজার ছাত্রী ৪০টি দলে ভাগ হয়ে মহাসড়কের ঝালুয়া থেকে দশালিয়া পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা নানান রঙের আলপনায় রঙিন করে তুলে।
কয়েকজন ছাত্রী জানায়, মহাসড়কে আলপনা এঁকে আমরা আনন্দ উপভোগ করছি। গত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্রীদের আলপনার আঁকা থেকে আমরা এ বিশ্ব রেকর্ড গড়ার অনুপ্রেরণা পাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক বলেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ৪ কিলোমিটারের আলপনা হবে বিশ্বের সবচেয়ে বড়।
উল্লেখ্য, ২০১৭ সালে দুর্গাপূজা উপলক্ষে ভারতের নদীয়ায় ২.৯ কিলোমিটার সড়কে আলপনায় এঁকে গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম উঠায় সংশ্লিষ্ট উদ্যোক্তরা। সেই রেকর্ড ভেঙে নতুন স্বপ্ন বুকে ধারণ করে সড়ক রাঙিয়ে তুলছে নান্দাইলের ছাত্রীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App