×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৮, ০৩:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া
সিরিয়ায় রাসায়নিক হামলাকে কেন্দ্র করে যদি দেশটিতে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায় তবে তার পরিণাম ভয়াবহ হবে বলে সতর্ক করেছে রাশিয়া। এর ফলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বাধিয়ে দিতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে মস্কো। খবর বিবিসি। বৃহস্পতিবার জাতিসংঘে মস্কোর দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, যুদ্ধের বিপজ্জনক পরিস্থিতি প্রতিহত করাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক শান্তিময় পরিবেশকে ঝঁকির মুখে ফেলায় তিনি ওয়াশিংটনকে দায়ী করেছেন। তিনি বলেন, এখনকার পরিস্থিতি খুবই বিপজ্জনক। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো হামলার প্রস্তুতি নিচ্ছে কিন্তু সিরিয়ার মিত্র দেশ রাশিয়া এর বিরোধীতা করে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা কোনো সম্ভানাকে বাদ দিচ্ছি না। সিরিয়ায় রুশ বাহিনীর উপস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ ‘বিপদের মাত্রা বাড়িয়ে দিতে পারে’ বলেও উল্লেখ করেন তিনি। পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য হামলার বিষয়ে শুক্রবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক আহ্বান করেছেন নেবেনজিয়া। হোয়াইট হাউজ জানিয়েছে, তারা এখনো দৌমায় সন্দেহভাজন রাসায়নিক হামলার কি ধরনের প্রতিক্রিয়া দেখানো যায়, তা খতিয়ে দেখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় রাসায়নিক হামলার জবাবে দেশটিতে সামরিক অভিযান চালানো হবে কি না সেই সিদ্ধান্ত শিগগিরই নেয়া হবে। সিরিয়ার দৌমায় রাসায়নিক হামলার অভিযোগ ওঠার বিষয়টিকে যুক্তরাষ্ট্র খুব গুরুত্বের সঙ্গে দেখছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাসায়নিক অস্ত্র নিরোধ আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিকেল উইপনস (ওপিসিডব্লিউ) জানিয়েছে, দৌমায় বিষাক্ত গ্যাস ব্যবহৃত হয়েছিল কীনা তা অনুসন্ধানে তাদের বিশেষজ্ঞরা সিরিয়ায় যাচ্ছে। তারা শনিবার থেকেই তদন্ত শুরু করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App