×

খেলা

মেসিকে টপকে নতুন রেকর্ড রোনালদোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৮, ০৪:৫৩ পিএম

মেসিকে টপকে নতুন রেকর্ড রোনালদোর
আবারও ‘ত্রাতা’ ক্রিস্তিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপার মিশনে রিয়াল মাদ্রিদকে টিকিয়ে রাখার দায়িত্ব কাঁধে নিয়ে আরেকবার সফল পর্তুগিজ ফরোয়ার্ড। ৯৭ মিনিটের পেনাল্টি গোলে দলকে নিলেন সেমিফাইনালে। এই লক্ষ্যভেদে গড়লেন নতুন রেকর্ড, যেখানে পেছনে পড়ে গেলেন লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালের দুই লেগে রিয়ালের চার গোলের তিনটিই করেছেন রোনালদো। আজ্জুরিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে তার গোল ১০টি। ইউরোপিয়ান শীর্ষ মঞ্চে একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে যে কোনও খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোলসংখ্যা এটি। যে রেকর্ডটি আগে ছিল মেসির দখলে, আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৯ গোল করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রথম লেগে দুই গোল করে ওই রেকর্ডে ভাগ বসান রোনালদো, বুধবার সেটা একার করে নিলেন। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ৩৩ বছর বয়সীর ছিল এটি ১৫তম গোল, মাত্র ১০ ম্যাচে। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি আসরে ১৫টি করে গোলের কৃতিত্ব দেখালেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা গোলের রেকর্ড তিনি নিয়ে গেলেন ১১ ম্যাচে। এদিন রিয়ালের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস (১৬৭) ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার হাভি হার্নান্দেজের (১৫১) পর তৃতীয় খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতায় ১৫০তম ম্যাচ খেললেন রোনালদো। ইএসপিএনএফসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App