×

জাতীয়

বাগেরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রী গণধর্ষণ, থানায় মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৮, ০৪:৪১ পিএম

বাগেরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রী গণধর্ষণ, থানায় মামলা

প্রতিকী ছবি

বাগেরহাটের মোংলায় এক স্কুলছাত্রী পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বুধবার রাতে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। খুলনার দাকোপের সেন্ট জোসেফ স্কুলের ৫ম শ্রেণীতে পড়ুয়া ১৩ বছরের ওই ছাত্রী মোংলার স্থায়ী বন্দর এলাকায় পিকনিকে এসে পালাক্রমে ধর্ষণের শিকার হয়। পুলিশ জানায়, খুলনার দাকোপের সেন্ট জোসেফ স্কুলের ৫ম শ্রেণী ওই ছাত্রী স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষার্থীদের সাথে গত সোমবার সকালে মোংলার স্থায়ী বন্দর এলাকায় পিকনিক কর্ণারে পিকনিক করতে আসে। এসময়ে স্থানীয় ৪ যুবক ওই স্কুল ছাত্রীকে মোংলা বন্দর দেখাবার কথা বলে ফুসলিয়ে এনে বন্দরের প্রকৌশল ভবনের পিছনে ঝোপঝাড়ের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর অসুস্থ্য হয়ে পড়া ওই কিশোরী বাড়ী ফিরে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। ঘটনার দুইদিন পর ধর্ষণের শিকার কিশোরীকে নিয়ে বুধবার রাতে তার মা বাদী হয়ে মোংলা থানায় ৪ ধর্ষকের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইন’২০০০ এর ৯ (৩) ধারায় মামলা দায়ের করেন। চার ধর্ষকেরা হলো সাহেব আলীর ছেলে মাসুদ, জয়নালের ছেলে শাজাহান এবং শফি ও খলিল এই দুইজনের পিতার নাম মামলায় অজ্ঞাত বলে উল্লেখ করা হয়েছে। মামলার আসামী চার ধর্ষকের বাড়ী বাগেরহাটের মোংলার স্থায়ী বন্দর এলাকায় বলে পুলিশ নিশ্চিত করেছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. তুহিন জানান, পালাক্রমে ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রির মা বাদী হয়ে মোংলা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ধর্ষকদের আটকে অভিযান চালাচ্ছে। তবে পুলিশ এখনো কেউকে আটক করতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App