×

জাতীয়

নেত্রকোণায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৮, ০৩:২৯ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের চরিগাঁওপাড়া গ্রামের ইসমাইল হত্যার দায়ে আলীম উদ্দিন নামের একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে নেত্রকোনা আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুৃজ্জামান রাজা এ রায় দেন। একই সঙ্গে আদালত আসামি ইলিয়াস ও আজিজুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ইসমাইলের বাড়িতে টাকা আছে জানতে পেরে একই গ্রামের ইলিয়াস ও আজিজুল ২০১৩ সালের পহেলা জানুয়ারি সেখানে হানা দেয়। এক পর্যায়ে তাকে হত্যা করে তারা। এ ঘটনায় নিহতের স্ত্রী জমিলা খাতুন বাদী হয়ে আলীম উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই-তিনজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামরাকরেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি (চলতি দায়িত্বে) অ্যাডভোকেট মুহাম্মদ সাইফুল আলম প্রদীপ, আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকে রাশেদুজ্জামান রাশেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App