×

জাতীয়

নেত্রকোনায় কৃষক হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৮, ০৭:২৮ পিএম

নেত্রকোনায় কৃষক হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নেত্রকোনার দূর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষক ইসমাইল হোসেন হত্যা মামলার রায়ে আলীম উদ্দিনের মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন নেত্রকোনা জজ আদালত। একই মামলার রায়ে ইলিয়াস ও আজিজুলকে যাবৎজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

পিপি এডভোকেট সাইফুল আলম প্রদীপ জানান, জেলার দূর্গাপুর উপজেলার বাকলজোরা ইউনিয়নের সারিগ্রাও গ্রামের ইসমাইল হোসেনের সাথে একই গ্রামের আলীম উদ্দিন গংদের পূর্বশত্রুতা চলে আসছিল। এরই জেরে বিগত ২০১৩ সনের ১ জানুয়ারী রাতে ইসমাইল হোসেনকে ডেকে উঠায়। দরজা খোলার সাথে সাথেই মুখে কাপড় বাধা আসামীরা ইসমাইলকে কুপিয়ে হত্যা করে।

পরবর্তীতে ৩ জানুয়ারি নিহতের স্ত্রী জমিলা খাতুন বাদী হয়ে দূর্গাপুর থানায় ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১০ জুন অঅদালতে চার্জশীট দাখিল করে। ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত উপরোক্ত রায় প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App