×

জাতীয়

গাজীপুরে মনোনয়নপত্র জমা দেয়া শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৮, ০১:২৪ পিএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া শুরু হয়েছে। মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের দলে দলে সঙ্গে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন রিটানিং অফিসারের কার্যালয়ে। জাসদের দলীয় মনোনীত মেয়র প্রার্থী রাশেদুল হাসান রানা দুপুরে রির্টানিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তাদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে সেবা দিতে নগরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, ইসলামি ঐক্যজোটের মাওলানা ফজলুর রহমান, সিপিবির কাজী রুহুল আমিন, বাসদের আব্দুল কাইয়ুম, জামায়াতের মহানগর আমির মো. সানাউল্লাহসহ অন্য মেয়র প্রার্থীরা আজ বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র জমা দেবেন। অন্যদিকে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গাজীপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। পরে তিনি রির্টানিং অফিসারের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে মতবিনিময় সভা করেন। এ সময় অন্যদের মধ্যে রিটার্নি অফিসার রকিব উদ্দিন মন্ডল, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তিনি গাজীপুরের সার্কিট হাউস মিলনায়তনে নির্বাচনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের সঙ্গে প্রশিক্ষণ কর্মশালায় তাদের দিকনির্দেশনা দেন। এ সময় তিনি নির্বাচনের দায়িত্বপালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন আচরণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা করেন। রাজনৈতিক প্রার্থীদের হয়রানি করার ব্যাপারে জানতে চাইলে কমিশনার সাংবাদিকদের নির্বাচন কমিশনার বলেন, যে কোনো রাজনৈতিক প্রার্থী নির্বিঘ্নে ভোটারদের কাছে ভোট চাইতে পারবেন। তবে কোনো অরাজকতাকে বরদাস্ত করা হবে না। অহেতুক কোনো প্রার্থীকে নির্যাতন ও হয়রানি না করার জন্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীকে অনুরোধ করা হয়েছে। রংপুর এবং কুমিল্লার মতো স্বল্প পরিসরে গাজীপুর ও খুলনাতে ইভিএম ব্যবহার করা হবে। প্রার্থিতা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর যিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন আলোচনা করে তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রমাণ হলে প্রার্থিতাও বাতিল করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App