×

জাতীয়

খুলনায় আ.লীগ-বিএনপির মেয়র প্রার্থী প্রচারণায় ব্যস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৮, ০১:২৭ পিএম

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়েই প্রচারণার মাঠে নেমেছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুদার আবদুল খালেক, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও বর্ধিতসভা, সমাবেশ এবং উঠোন বৈঠক করছেন তারা। আগামী জাতীয় নির্বাচনের আগে সিটি করপোরেশন নির্বাচনকে বেশ গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। দুই দলই ভোটের লড়াইয়ে জিতে নিজেদের জনসমর্থন প্রমাণ করতে চায়। এ লক্ষ্যে মনোনয়ন পাওয়ার পর গতকাল বুধবার রাতে ঢাকা থেকে খুলনায় এসে দলীয় কার্যালয়ে বর্ধিতসভায় যোগ দেন নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক। সভায় নেতাকর্মীদের নৌকার পক্ষে মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ নির্বাচন নৌকা মার্কার নির্বাচন, জননেত্রী শেখ হাসিনার নির্বাচন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে নৌকাকে বিজয়ের মালা পরাতে হবে। এরপর তিনি বিভিন্ন এলাকায় ভোটারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অন্যদিকে দলীয় মনোনয়ন পেয়ে গত মঙ্গলবার সকালে খুলনায় আসেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দুপুরে তিনি নগরীর কেডিএ ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি ভোটাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিশ্বস্ত ও পরিচিত হওয়ায় জনগণের প্রতি আস্থা মঞ্জুর : জনগণের কাছে বিশ্বস্ত রাজনৈতিককর্মী ও সুপরিচিত হওয়ায় কেসিসি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, আমি নির্বাচিত হলে বিদ্যমান ও দৃশ্যমান সমস্যা নিয়ে কাজ করব। নাগরিকদের দেয়া অর্থের ব্যবহার নিশ্চিত করব। তিনি বলেন, খুলনার মানুষ নাগরিক সুবিধা চান। রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি বসতির উন্নয়ন, ড্রেনেজ ও জলাবদ্ধতার উন্নয়নের জন্য তারা হোল্ডিং ট্যাক্স এবং বিভিন্ন ধরনের উৎস থেকে অর্থ দিয়ে থাকেন। আমি নির্বাচিত হলে নগরবসাীর দেয়া অর্থের সঠিক ব্যবহার ও নাগরিক সুবিধা নিশ্চিত করব। যানজটমুক্ত নিরাপদ শহর গড়ে তুলব। অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে চান খালেক : পুনরায় মেয়র নির্বাচিত হয়ে খুলনার অসমাপ্ত উন্নয়ন কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাপ্ত করতে চান আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। খুলনাকে একটি উন্নত, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রæতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে ‘সিটি গভর্নমেন্ট’ ব্যবস্থার প্রবর্তনে উদ্যোগ নেব। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদকমুক্ত নগরীতে পূর্ণাঙ্গ ‘আইটি ভিলেজ’ গড়ে তোলা, সড়ক উন্নয়ন, পার্ক ও উদ্যান নির্মাণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার আগে কেসিসি ছিল একটি ঋণগ্রস্ত প্রতিষ্ঠান। দায়িত্ব নেয়ার পর বিভিন্ন উন্নয়ন খাত ও আয়ের উৎস সৃষ্টি করে কেসিসিকে নিজের পায়ে দাঁড়ানোর মতো সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করেছিলাম। তার ফলও পাওয়া গেছে। বর্তমান মেয়রের নির্বাচনী প্রতিশ্রæতি বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি গত পাঁচ বছরে নগরীর রাস্তাঘাটের দৃশ্যমান কোনো উন্নয়ন করেননি। তিনি বলেন, আমি পাঁচ বছর মেয়র ছিলাম। আমার পরের মেয়র কতটুকু কাজ করেছেন তা এখন খুলনার মানুষ এখন তুলনা করতে পারবেন। আমি মনে করি, উন্নয়নের জন্য তারা আমাকে ভোট দেবেন। বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার শুরু : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে ১৩৮ জন নেতা কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে আবেদন করেছেন। গত সোমবার সাড়ে ১১টা থেকে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেয়া শুরু করে বিএনপি। বিএনপি দুই দিনব্যাপী এ সাক্ষাৎকার গতকাল বুধবার শেষ হবে। ২/১ দিনের মধ্যেই কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করবে দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App