×

জাতীয়

স্থবির চারুকলা : মঙ্গল শোভাযাত্রা নিয়ে উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৮, ০১:৫২ পিএম

স্থবির চারুকলা : মঙ্গল শোভাযাত্রা নিয়ে উদ্বেগ
বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া পহেলা বৈশাখে বাঙালির প্রাণের উৎসব মঙ্গল শোভাযাত্রার কারুশিল্প গত দুদিন ধরে বিক্রি বন্ধ রয়েছে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় চলমান আন্দোলনের কারণে উদ্বেগ আর আশঙ্কায় রয়েছেন চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, শিল্পী ও আয়োজকরা। গত দুদিন ধরে এ আতঙ্ক বিরাজ করায় ক্যাম্পাসে শিল্পীদের উপস্থিতি কমে গেছে। এ পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ ব্যাপারে শোভাযাত্রা উপকমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত দুদিন (রবি ও সোমবার) ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ফলে সৃষ্ট পরিস্থিতি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত মঙ্গল শোভাযাত্রা আয়োজনের কার্যক্রমকে ব্যাপকভাবে ব্যাহত ও ক্ষতিগ্রস্ত করছে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, গত ১৪ মার্চ থেকে চারুকলার শিক্ষার্থী, শিক্ষক ও বরেণ্য শিল্পীরা শোভাযাত্রার জন্য নানা সামগ্রী নির্মাণ করছেন। ব্যয় নির্বাহের জন্য ছবি আঁকাসহ নানান ধরনের কারুশিল্প তৈরি করা হচ্ছে। কিন্তু দুদিনের আন্দোলনে এসব কার্যক্রম বন্ধ হয়ে আছে। আয়োজকরা দাবি করছেন, গত রবিবার আন্দোলনকারীদের সঙ্গে লুকিয়ে থেকে কিছু স্বার্থান্বেষী চারুকলার বেশ কিছু সামগ্রী নষ্ট করাসহ কয়েকটি ছবিযুক্ত ক্যানভাসে আগুন ধরিয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার চারুকলার ক্যাম্পাসে সরেজমিন গিয়ে দেখা গেছে উদ্বেগের ছাপ। শিক্ষক ও শিল্পীদের উপস্থিতিও কম। শিক্ষার্থীদের উচ্ছ¡াস আনাগোনা একদম নেই বললেই চলে। চারদিকে বিষণœ পরিবেশ। কয়েক জন শিক্ষার্থী জানান, গত ১৪ মার্চ থেকে মঙ্গল শোভাযাত্রার জন্য যেসব সামগ্রী নির্মাণ করা হয়েছিল তার মধ্যে মহিষের কাঠামোর মাথা খুলে নিয়ে যাওয়া হয়েছে। সূর্যের কাঠামো ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া আরো কিছু শিল্প কাঠামো নষ্ট ও ক্ষতিগ্রস্ত হয়েছে। চারুকলার শিল্পী ও ভাস্কর মানবেন্দ্র ঘোষ জানান, প্রতি বছর শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন মুখোশ, পুতুল, পেইন্টিং বিক্রি করে সেই অর্থ দিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এ বছর সেসব সামগ্রী নষ্ট করা হয়েছে। এ কারণে মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে কিছুটা আশঙ্কা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক চারুকলার এক শিক্ষক জানান, কোটা সংস্কার দাবিতে আন্দোলন চলমান থাকায় চারুকলার শিক্ষার্থীরা আতঙ্কে ক্যাম্পাসে আসছে না। তারা বাসা থেকেই শিক্ষক ও শোভাযাত্রার আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখছে। মঙ্গল শোভাযাত্রার আয়োজক কমিটির সদস্য শিল্পী শিশির ভট্টাচার্য জানান, গত দুদিন ধরে শিল্পসামগ্রী বিক্রি বন্ধ থাকায় শোভাযাত্রার তহবিল গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে মিশে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির কর্মীরা ব্যাপক ক্ষতিসাধন করে মঙ্গল শোভাযাত্রার আয়োজনকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আয়োজকরা। এ জন্য তারা সবাইকে শান্তিপূর্ণ উপায়ে উদ্ভূত পরিস্থিতির অবসান ও শোভাযাত্রা আয়োজনের কার্যক্রমকে নির্বিঘ্ন রাখার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, প্রতি বছর বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার উদ্যোগে পহেলা বৈশাখ রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার, যা ইতোমধ্যে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App