×

জাতীয়

মধ্যরাতে হঠাৎ ফের উত্তাল ঢাবি : হলে ছাত্রী নির্যাতনের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৮, ১০:৫২ এএম

মধ্যরাতে হঠাৎ ফের উত্তাল ঢাবি : হলে ছাত্রী নির্যাতনের অভিযোগ
মধ্যরাতে হঠাৎ উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের হলে হলে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাতভর বিক্ষোভ করেছে আন্দোলনকারীদের একাংশ। তারা হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি জানান। ছাত্রীকে মারধরের অভিযোগে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতিকে সংগঠন ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আবারও শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কবি সুফিয়া কামাল হলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার খবরে, শিক্ষার্থীরা ওই হলের সামনে জমায়েত হন। রাতভর এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। তারা হামলার নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের বিচার করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহতদের দেখতে এসে, হামলাকারীর বিরুদ্ধে হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ঘোষণা দেন। এর পরপরই কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিবৃতিতে সংগঠন থেকেও কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান এশাকে বহিষ্কারের কথা জানানো হয়। আহত মোর্শেদা আক্তার সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যান। সেখান থেকে তিনি তার আত্মীয়ের বাসায় চলে যান। সে সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি তিনি। ভোরের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সুফিয়া কামাল হলের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অপরদিকে ছেলেদের হলগুলোতেও এমন অভিযোগ পাওয়া গেছে। বেশ কিছু হল থেকে ছাত্রদের বের হতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছে হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীরা। তারা প্রত্যেকেই ভীত আছে এবং গণমাধ্যমের কাছে কিছু বলতে চাচ্ছে না। কোটা সংস্কার নিয়ে পোস্ট দেয়া, ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়া ও নেতাদের কথা না শোনায় বেশ কিছু শিক্ষার্থীকে হল ছাড়ার হুমকিও দেয়া হয়েছে। স্যার এ এফ রহমান হল, হাজী মুহাম্মাদ মহসিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জহুরুল হক হল, এসএম হল, ফজিলাতুন্নেসা মুজিব হলে হল থেকে বের করে দেয়ার হুমকি ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীরা জানান, সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি সোহানুর রহমান নেতাকর্মীদের হুমকি দিয়েছেন। ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থীর বিক্ষোভ চলছে। তারা নিরাপদ ক্যাম্পাস চাই, ছাত্রদের নিরাপত্তা চাই, হলে হলে অত্যাচার বন্ধ করো বন্ধ করো, পড়তে এসেছি মরতে নয়; ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App