×

খেলা

বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রোমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৮, ০৫:১৫ পিএম

বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রোমা
প্রথম লেগে নিজেদের জালে বল ঢুকিয়ে আক্ষেপে পুড়েছিলেন ডি রসি ও মনোলাস। পরের লেগে এই দুজনই গোল ঢুকিয়েছেন প্রতিপক্ষের জালে। ঘরের মাঠে তাই বার্সেলোনাকে গুঁড়িয়ে দিয়েছে এএস রোমা। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৩-০ গোলে হারায় রোমা। প্রথম লেগে নু ক্যাম্পে গিয়ে ৪-১ গোলে হেরেছিল রোমা। দুই লেগ মিলিয়ে দুলের সমান ৪-৪ গোল হলেও অ্যাওয়ে ম্যাচে গোল করার শেষ চারে পা রাখল ইতালিয়ান জায়ান্ট রোমা। স্টেডিও অলিম্পিয়াকোর গ্যালারির পূর্ণ সমর্থন নিয়ে শুরু থেকেই ধারালো রোমার আক্রমণ। পুরো ম্যাচে দারুণ খেলাএডেন জেকো গোল পান ৬ মিনিটেই। ডি রসির ক্রস ধরে টের স্টেগেনকে পরাস্ত করে উল্লাসে মাতেন। প্রথমার্ধ গোল ওই একটিই। বার্সেলোনা মাঝ মাঠে বল দখলে রাখলেও শানাতে পারেনি ধারালো আক্রমণ। তাদের সেরা তারকা লিওনেল মেসিও ছিলেন বিবর্ণ। এলোমেলো ছুটেছেন লুইস সুয়ারেস। দ্বিতীয়ার্ধে ফিরে গোল পেতে আরও মরিয়া হয়ে উঠে রোমা। বারবার বার্সার রক্ষণ ভেদ করে বিপদজনক আক্রমণ তৈরি করছিলেন ডি রসি, এডেন জেকোরা। ৫৭ মিনিটে জেকোর সেরকম একটি প্রচেষ্টা ঠেকাতে গিয়ে ভুল করে বসেন জেরার্ড পিকে। জেকোকে বক্সের মধ্যে ফেলে খান হলুদ কার্ড, দলের বিপক্ষে যায় পেনাল্টি। পেনাল্টি থেকে প্রথম লেগে আত্মঘাতী গোল করার ভুলের প্রায়শ্চিত্ত করে রোমাকে ২-০ গোলে এগিয়ে নেন ডি রসি। ডি রসিকে প্রায়শ্চিত্ত করতে দেখেই যেন জেগে উঠেন মনোলাস। ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর গোলটি তিনিই করেছেন। ৮২ মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে বল জালে ঢুকিয়ে মেসিদের স্তব্ধ করে দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App