×

জাতীয়

খালেদাকে নিয়ে অশুভ চক্রান্তের শঙ্কায় বিএনপি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৮, ০৬:২২ পিএম

খালেদাকে নিয়ে অশুভ চক্রান্তের শঙ্কায় বিএনপি
কারান্তরীণ খালেদা জিয়াকে নিয়ে ‘অশুভ চক্রান্ত’ হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিএনপি বলেছে, ‘তাকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র করা হচ্ছে।’ কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ন্যূনতম সুযোগ সুবিধা পাচ্ছেন না অভিযোগ করে দলের অভিযোগ, ‘এটি মধ্যযুগীয় কায়দায় বন্দি নির্যাতনের শামিল।’ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে নিয়ে অশুভ চক্রান্ত হচ্ছে কি না-এ প্রশ্ন এখন দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। বিশ্বে এমন দৃষ্টান্ত রয়েছে যে, যারা দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী নেতা হিসেবে নিজের দেশের স্বার্থের পক্ষে অবিরাম সংগ্রাম করেছেন, তাদের মতো তাকেও নানা কায়দায় এক শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে কী না-সে বিষয়ে চারদিকে জমাট সন্দেহ প্রকট আকার ধারণ করেছে।’ কারাগারে বিএনপি নেত্রীকে ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘তাকে একটি সূর্যালোকহীন, নির্জন, স্যাঁতস্যাঁতে পুরোনো ও বসবাস অযোগ্য ভবন-যা বহুদিন ধরে রক্ষণাবেক্ষণহীন ও সাধারণ কয়েদিদের জন্যেও বাসযোগ্য ছিল না। সেখানেই বিএনপি চেয়ারপারসনের থাকার ব্যবস্থা করা হয়েছে। এটি যেন মধ্যযুগীয় কায়দায় বন্দি নির্যাতনের শামিল।’ ‘ডিভিশন দেওয়া হলেও তার বিছানা বালিশ ও আসবাবও অত্যন্ত নিম্নমানের ও ব্যবহার অযোগ্য। এটাও এক প্রকার বর্বর নির্যাতন।’ কারাগারের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়া আরো অসুস্থ হয়ে পড়তে পারেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর সুচিকিৎসা নিয়ে সরকারের তামাশা আর টালবাহানা জাতি দেখেছে। চিকিৎসকরা বলেছেন, এই পরিবেশে একজন সুস্থ মানুষেরও নানা মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়্। সেক্ষেত্রে তার আগে থেকে তিনি যতটুকু অসুস্থ ছিলেন সেটিসহ আরো নানা ব্যাধির তীব্রতা বৃদ্ধি পেতে পারে।’ রুহুল কবির রিজভী বলেন, ‘আইনগতভাবে তিনি ব্যক্তিগত চিকিৎসকদের সেবা পাওয়ার অধিকারী অথচ সে সুযোগ তাকে দেওয়া হচ্ছে না। এখানেই সরকারের উদ্দেশ্যে পরিস্কার হয়ে যায় যে, তাকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র রয়েছে।’ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকারি বাহিনী ও ছাত্রলীগের যে তাণ্ডবলীলা চলছে সেটির তীব্র ধিক্কার ও নিন্দা জানাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App