×

জাতীয়

সংসদ সদস্য পদ ছাড়লেন তালুকদার খালেক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৮, ০৯:২০ পিএম

সংসদ সদস্য পদ ছাড়লেন তালুকদার খালেক
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক। মঙ্গলবার সংসদের বৈঠকে তার পদত্যাগপত্র গ্রহণ এবং এই আসনটি শূন্য হওয়ার কথা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দুই-একদিনের মধ্যেই সাংসদ পদ ছাড়ার কথা সোমবার সংসদ অধিবেশনে জানিয়েছিলেন খুলনার সাবেক মেয়র খালেক। দলের হয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াই করতে আইনি বাধ্যবাধ্যকতার কারণে পদত্যাগ করার কথা জানান চার বারের নির্বাচিত এই সংসদ সদস্য। আইন অনুযায়ী, সংসদ সদস্য পদে থেকে মেয়র পদে নির্বাচনের অংশ নেওয়ার সুযোগ নেই। রোববার রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় গাজীপুর ও খুলনায় মেয়র প্রার্থী চূড়ান্ত হয়। গাজীপুরে নৌকা প্রতীকে লড়ার জন্য নতুন প্রার্থী জাহাঙ্গীর আলমকে বেছে নেওয়া হলেও খুলনায় গতবার হেরে যাওয়া প্রার্থী তালুকদার আবদুল খালেককেই বেছে নেয় ক্ষমতাসীন দল। তালুকদার খালেক এক মেয়াদে মেয়রের দায়িত্ব পালনের পর গতবার হেরেছিলেন বিএনপির মনিরুজ্জামান মনির কাছে। আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটিতে ভোট রয়েছে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ১২ এপ্রিল। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বাগেরহাট-৩ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App