×

জাতীয়

বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকাতে চক্রান্ত করছে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৮, ০৬:২৩ পিএম

বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকাতে চক্রান্ত করছে
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত করছে। তারা বিভিন্ন ফর্মুলা দিচ্ছে। কিন্তু কোন ফর্মুলা দিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। এ নির্বাচন ঠেকানোর কেউ নেই। মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু ওই নির্বাচনে জনগণ যাদের রায় দেবে তারাই সরকার গঠন করবে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে। ওই নির্বাচনী মাঠে যারা ফাউল করবে, জনগণ তাদের লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে। নাসিম আরও বলেন, খালেদা জিয়াকে আওয়ামী লীগ জেলে পাঠায়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা দুর্নীতি মামলায় আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাবন্দী রয়েছেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এ কারণেই বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। মুক্তিযোদ্ধাদের আবাসন সংকটসহ সকল সমস্যা সমাধান করবে এই সরকার। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেন, বিএনপি-জামায়াত খুনির দল। তাদের হাতে দেশ নিরাপদ নয়। তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। ব্যর্থ হয়ে বর্তমানে কোটা সংস্কারের আন্দোলনকে উস্কে দিচ্ছে। কাজিপুরের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য এসপি (অব.) হাবিবুর রহমান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল সিরাজী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল বক্তব্য রাখেন। এর আগে তিন মন্ত্রী মুক্তিযুদ্ধে বরইতলী স্মৃতিস্তম্ভ, শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ার ও কুড়িপাড়া মনসুর আলী জামে মসজিদ উদ্বোধন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App