×

আন্তর্জাতিক

সিরিয়ার বিমানঘাঁটিতে হামলায় ৪ ইরানি সেনা নিহত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৮, ১০:৩৬ পিএম

সিরিয়ার বিমানঘাঁটিতে হামলায় ৪ ইরানি সেনা নিহত
সিরিয়ার হোমস নগরীর একটি সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় চার ইরানি সেনা নিহত হয়েছে। ইরানের আধাসরকারি ফারস নিউজ এজেন্সি সোমবার এ খবর জানায়। ফারস নিউজের প্রতিবেদনে নিহত তিন ইরানি সেনার নাম সায়েদ ওমর মুসাভি, আকবর জাভর জান্নাতি ও মেহদি লৎফি নিসার বলে জানানো হয়। নিহত অন্য এক সেনার নাম প্রকাশ করা হয়নি। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম নিহতদের মধ্যে একজন ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্সের সদস্য বলে জানিয়েছে। সোমবার সিরিয়ার হোমস নগরীর নিকটবর্তী সামরিক বিমানঘাঁটি তিয়াসে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানঘাঁটিটি ‘টি৪’ নামেও পরিচিত। নিহতদের মধ্যে বিদেশি সেনারাও আছে বলে জানিয়েছিল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়া ও রাশিয়ার অভিযোগ, ইসরায়েলের জঙ্গি বিমান থেকে আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। যার পাঁচটি ভূপাতিত করা হয় এবং বাকিগুলো বিমানঘাঁটিতে আঘাত হানে। ইসরায়েল এখন পর্যন্ত এ অভিযোগ অস্বীকার করেনি বা হামলার কথা স্বীকারও করেনি। গত কয়েক বছর ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে গৃহযুদ্ধে অংশ নিচ্ছে ইরানি সেনারা। সিরিয়া যুদ্ধে ইরানের এক হাজারের বেশি সেনা নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App