×

জাতীয়

কোটা সংস্কার ইস্যুতে জাবি শিক্ষার্থীদের অবরোধে পুলিশের টিয়ারশেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৮, ০৪:৩৭ পিএম

কোটা সংস্কার ইস্যুতে জাবি শিক্ষার্থীদের অবরোধে পুলিশের টিয়ারশেল
কোটা সংস্কার ইস্যুতে জাবি শিক্ষার্থীদের অবরোধে পুলিশের টিয়ারশেল
কোটা সংস্কার ইস্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সকাল ১০.৩০ টায় আরিচা মহাসড়ক অবরোধ করে। প্রায় ৩ ঘন্টা পর পুলিশের টিয়ারশেল ও জলকামনে রাস্তা স্বাভাবিক করে। এতে বিশ্ববিদ্যালয় প্রক্টরক সহ ৫০ জন শিক্ষার্থী আহত হয়। এরপর শিক্ষার্থীরা আবার সড়ক দখল নিলে পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর বিকাণ ৩.৩০ বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে একত্ততা ঘোষণা করেন এবং পুলিশি হামলার নিন্দা ও বিচার হবে বলে শিক্ষার্থীদর আস্বস্ত করেন। সবশেষে বিকাল ৪ টায় প্রশাসনের সমর্থন পেলে শিক্ষার্থীরা অান্দোলন থেকে সড়ে আসে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে এখন রাষ্ট্রীয় প্রশাসনের বৈঠক চলছে। বৈঠক শেষে শিক্ষার্থীরা তাদের আন্দোলন সম্পর্কে অবস্থান নির্দিষ্ট করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App