×

জাতীয়

কোটা সংস্কারের দাবিতে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৮, ০২:৪৭ পিএম

কোটা সংস্কারের দাবিতে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
আজ সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে র পরিবেশ বিরাজ করছে। গতকালের আন্দোলনের ধারাবাহিকতায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা বলেন, আজ দুপুরের মধ্যে আটক সব আন্দোলনকারীকে মুক্তি দেওয়া না হলে সারা দেশে দাবানল ছড়িয়ে পড়বে। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা এই আন্দোলনে যুক্ত হবেন। অপরদিকে কোটা সংস্কারের বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল ও ক্যাম্পাস দখলেরচেষ্টা অব্যাহত রয়েছে। সংস্কার আন্দলোনে কোনঠাসা হয়ে মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। সংখ্যা বাড়াতে তেজগাঁও পলিটেকনিক থেকে ছাত্রলীগের কর্মী সমর্থক নিয়ে আসার গুঞ্জন উঠেছে। অপরদিকে আন্দলনকারীদের বিরুদ্ধে সাংবাদীকদের মারধর করার অভিযোগ উঠেছে। সরকার পক্ষের টিভি আখ্যায়িত করে , ৭১ টিভি,চ্যানেল 9, ডিবিসিসহ ৪টি মিডিয়ার সাংবাদিককে আক্রমন করেছে আন্দোলন কারীরা। সর্বশেষ বেলা দেড়টার পর পুলিশের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এক পর্যায়ে আন্দোলনকারীদের তাড়া খেয়ে দোয়েল চত্বরের দিকে সরে যায় পুুলিশ। পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App