×

জাতীয়

আজ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের ৪৬তম শাহাদাত বার্ষিকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৮, ১১:৩৮ এএম

আজ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের ৪৬তম শাহাদাত বার্ষিকী
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফের ৪৬তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মুন্সী আবদুর রউফের মেশিনগানের গুলিতে পাকিস্তানি বাহিনীর দুটি লঞ্চ, একটি স্পিডবোট ডুবে দুই প্লাটুন সেনার মৃত্যু ঘটে। এ সময় প্রতিপক্ষের মর্টার শেলের আঘাতে তিনি শহীদ হন। তখন তিনি ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। পরে সহযোদ্ধারা সেখানেই তাকে কবর দেন। ১৯৯৬ সালে বুড়িঘাট নিবাসী জ্যোতিষ চন্দ্র চাকমা ও দয়ালকৃষ্ণ চাকমার সহায়তায় মুন্সী আবদুর রউফের কবর শনাক্ত করা সম্ভব হয়। ১৯৯৭ সালে সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। বাবা মুন্সী মেহেদী হাসান ও মা মকিদুননেছার একমাত্র ছেলে মুন্সী আবদুর রউফ ১৯৪৩ সালের মে মাসে বর্তমান মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামাতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালের ৮ মে তৎকালীন ইপিআরে সৈনিক পদে যোগ দেন। মহালছড়ি নৌপথ অঞ্চলে বুড়িঘাটে চিংড়িখালের প্রতিরক্ষায় নিয়োজিত ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App