×

পুরনো খবর

সুস্বাদু নাস্তা ‘পটেটো প্যানকেক’ রেসিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৮, ০৫:০৬ পিএম

সুস্বাদু নাস্তা ‘পটেটো প্যানকেক’ রেসিপি
আলু এমন একটি খাবার যা সবকিছুর সাথেই বেশ ভালো মানিয়ে যায়। বিশেষ করে স্ন্যাকস খাবার তৈরিতে আলুর জুড়ি নেই। প্যানকেক কার না পছন্দ বলুন। যদি এই প্যানকেকও তৈরি করা যায় আলু দিয়ে তাহলে কেমন হয়? বিকেলে চায়ের সাথে অত্যন্ত সুস্বাদু পটেটো প্যানকেক সকলেই বেশ পছন্দ করেই খাবেন। চলুন তাহলে খুবই সহজ মাত্র ১৫ মিনিটের রেসিপিটি জেনে নেয়া যাক। সুস্বাদু নাস্তা ‘পটেটো প্যানকেক’ রেসিপি সুস্বাদু নাস্তা ‘পটেটো প্যানকেক’ রেসিপি- উপকরণঃ – ৪-৫ টি আলু – ১ টি পেঁয়াজ – ১ টি ডিম – ৪০ গ্রাম ময়দা – লবণ স্বাদ মতো – তেল সামান্য * আপনার পছন্দমতো মরিচ বা অন্যান্য মসলা আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন পদ্ধতিঃ – প্রথমে আলু লম্বাটে করে ঝুড়ি করে কুচি করে নিন। পেঁয়াজ অর্ধেক করে কেটে ঝুড়ি করে পরত ছাড়িয়ে নিন। – এরপর একটি বাটিতে আলু ও পেঁয়াজ কুচি খুব ভালো করে মিশিয়ে এতে ডিম ভেঙে দিয়ে ভালো করে মেশান ও লবণ দিন। প্যানকেক ব্যাটারের মতো ঘন করতে পরিমাণমতো ময়দা দিয়ে আঠালো ব্যাটার তৈরি করে নিন। – এরপর একটি ফ্রাইংপ্যানে অল্প পরিমাণে তেল দিয়ে গরম করে প্যানকেকের ব্যাটার তুলে দিয়ে হাত দিয়েই ছড়িয়ে প্যানকেকের আকার দিন (ভিডিও)। – এরপর দুপাশ অল্প আঁচে বাদামী কুড়মুড়ে করে ভেজে তুলে নিন। ব্যস, এবার বিকেলের আড্ডায় চায়ের সাথে পরিবেশন করুন সুস্বাদু পটেটো প্যানকেক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App