×

জাতীয়

জামালপুরে প্রশ্ন ফাঁসচক্রের এক সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৮, ০৪:৫৭ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা এলাকা থেকে প্রশ্ন ফাঁসচক্রের এক সদস্য মো. হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে র‍্যাব-১৪ তাঁকে গ্রেপ্তার করে। তার বাড়ি ভাটারা এলাকার চরকৃষ্ণপুর গ্রামে। র‍্যাব সূত্রে জানা যায়, হুমায়ুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি এক বছর ধরে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্ন ঢাকা থেকে ফেসবুকের মাধ্যমে সংগ্রহ করে জামালপুরে বিক্রি করে আসছিলেন। প্রতিটি প্রশ্ন তিনি ৭০০ থেকে ৮০০ টাকায় শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় র‌্যাব-১৪ কার্যালয়ে এ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জামালপুর র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার রাজীব কুমার দেব বলেন, সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, পরীক্ষার কেন্দ্র ও কোচিং সেন্টারগুলোকে গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে। পরীক্ষা শুরুর আগেই একটি  ভুয়া ফেসবুক আইডির মালিক হুমায়ুনকেও গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তিনটি মোবাইল সেট ও পাঁচটি সিম পাওয়া যায়। তিনি প্রায় দুই বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্ন বিক্রি করে আসছিলেন। জামালপুর র‌্যাব-১৪-এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, চক্রটি প্রশ্নফাঁসের পাশাপাশি বিভিন্ন ফেসবুকের ভুয়া আইডি ব্যবহার করে পরীক্ষার ফলাফল পরিবর্তনের আশ্বাস দিয়েও টাকা নিত।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App