×

জাতীয়

গৌরীপুর থানার উপপরিদর্শককে ছুরিকাঘাতকারী উজ্জ্বল ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৮, ১০:৫১ এএম

ময়মনসিংহের গৌরীপুর থানার উপপরিদর্শককে ছুরি মেরে আহত করার অভিযোগে গ্রেপ্তার উজ্জ্বল ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জের শাইখসিরাজ আঞ্চলিক সড়কের পাশে একটি কাশবনে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহ আঞ্চলিক সড়কের শম্ভুগঞ্জ এলাকায় উজ্জ্বলের উপস্থিতি জানতে পেরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে উজ্জ্বল এবং তার সহযোগীরাও পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনা স্থল থেকে উজ্জ্বলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ । এর আগে ২৮ মার্চ সন্ধ্যায় গৌরীপুর থানায় কর্মরত এসআই আসাদুজ্জামান আসাদকে (৩৭) পৌর এলাকার জেলখানা মোড়ে পিছন থেকে ছুরি মারা হয়। এ ঘটনার পর থেকেই উজ্জ্বলকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছিল পুলিশ। গত ২৭ মার্চ গভীররাতে এসআই আসাদ উপজেলার জেলখানা রোড এলাকা থেকে মাদক বিক্রেতা উজ্জল মিয়াকে গ্রেপ্তার করতে গেলে তাকে ছুরিঘাত করে পালিয়ে যায় উজ্জ্বল। পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে ২৯ মার্চ দুপুরে আসাদকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সম্মলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ২৮ মার্চ পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App