×

আন্তর্জাতিক

যুবরাজের মন্তব্যের পর মুখ খুললেন সৌদি বাদশাহ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৮, ১০:১৮ পিএম

যুবরাজের মন্তব্যের পর মুখ খুললেন সৌদি বাদশাহ
ইসরায়েল নিয়ে যুবরাজ ও পরবর্তী উত্তরাধিকারের মন্তব্য গণমাধ্যমে প্রকাশের পর ২৪ ঘন্টা না যেতেই ফিলিস্তিনের প্রতি সমর্থন পুর্নব্যক্ত করলেন সৌদি বাদশাহ মোহাম্মদ সালমান। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ সমর্থন পুর্নব্যক্ত করেছেন বলে সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান দি আটলান্টিক নামের যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের নিজেদের রাষ্ট্র স্থাপনের অধিকার রয়েছে। তবে সবার জন্য স্থিতিশীলতা ও স্বাভাবিক সম্পর্ক নিশ্চিত করতে আমাদেরকে শান্তি চুক্তিতে আসতে হবে।’ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া কোনো আরব নেতার জন্য রীতিমতো বিরল ঘটনা। মঙ্গলবার এক বিবৃতিতে বাদশাহ সালমান বলেছেন, সৌদি আরব ‘ফিলিস্তিন ইস্যু ও জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি জনগণের যে বৈধ দাবি রয়েছে তার প্রতি শক্ত সমর্থন পুর্নব্যক্ত করছে।’বাদশাহ অবশ্য তার বিবৃতিতে যুবরাজের মন্তব্যের ব্যাপারে কিছুই বলেননি। এতে আরো বলা হয়েছে, গত সপ্তাহে গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহতের পর সোমবার বাদশাহ ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া অগ্রসর করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App