×

জাতীয়

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৮, ১০:৪৪ এএম

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
কঠোর নজরদারির মধ্যে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষার প্রথম দিনে আজ সাধারণ আট বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র (আবশ্যিক), সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও কারিগরি বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ছয় লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র এবং ছয় লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১ জন। আটটি সাধারণ বোর্ডের অধীনে ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পাশাপাশি মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে এক লাখ ১২৭ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) তে এক লাখ ১৭ হাজার ৭৫৪ জন এবং ডিআইবিএস-এ ৯৬৯ জন পরীক্ষায় অংশ নেবেন। দেশের পাশাপাশি বিদেশের সাতটি কেন্দ্রেও ২৯৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। এর মধ্যে ১৫৯ জন ছাত্র এবং ১৪০ জন ছাত্রী। দেশের মোট আট হাজার ৯৪৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন। দুই হাজার ৫৪১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবারের চেয়ে এবার শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রও বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৯টি। পরীক্ষা কেন্দ্র বেড়েছে ৪৪টি। ১৩ মে পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হবে। গতবারের ন্যায় দৃষ্টি প্রতিবন্ধী, অন্য প্রতিবন্ধীদেরও, যাদের হাত নেই তারা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এরা অতিরিক্ত সময় পাবেন ২০ মিনিট। আর অটিস্টিকসহ বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবেন ৩০ মিনিট। এদিকে পরীক্ষা সুষ্ঠু করতে ব্যবস্থা নেয়া হয়েছে বলে গতকাল জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আমাদের সাধ্যমতো অর্থাৎ মানুষের সাধ্যে যতোটা কুলায়, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি এবং ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া অতীতের অভিজ্ঞতার সঙ্গে আরও নতুন অভিজ্ঞতা যুক্ত করে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App