×

আন্তর্জাতিক

বিশ্বের বৃহত্তম সেতু নির্মাণ চীনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৮, ০৬:০৫ পিএম

বিশ্বের বৃহত্তম সেতু নির্মাণ চীনের

বিশ্বের সবথেকে বড় সেতু নির্মাণ করে ফের আরও একবার শিরোনামে চীন। রীতিমত ৬০ টি আইফেল টাওয়ারের সমান স্টিল ব্যবহার করে বিশাল সেতু বানিয়ে চমকে দিয়েছে বেইজিং। হংকং, মাকাও, এবং চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রাখবে চীনের তৈরি এই ব্রিজ৷

পার্ল নদীর মোহনার ওপর থেকে ৫৫ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটি তৈরির কাজ ৯ বছর আগে শুরু হলেও অবশেষে চীনের সরকার নির্মাণ কাজ শেষ করে বিশ্বে এক নতুন ইতিহাস রচনা করল৷ সূত্রের খবর, ব্রিজটি আগামী ১২০ বছর পর্যন্ত ব্যবহার করলেও কোনও কিছুই এটিকে আঘাত করতে পারবে না৷

শুধুমাত্র তাই নয়, ব্রিজটি তৈরি হওয়ার ফলে যাতায়াতে যে সুবিধা হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই৷ যাতায়াতের ক্ষেত্রে ৬০ শতাংশ সময় সাশ্রয় হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ ফলে দেশের অর্থনীতি যে অনেকাংশে এগিয়ে যাবে এরকমই আশা রাখছে চীনের অর্থনীতিবিদেরা৷

জানা গেছে, এই সেতুটি তৈরির জন্য ৪২০,০০০ টন স্টিল ব্যবহার হয়েছে৷ যা নাকি আইফেল টাওয়ার যে পরিমান স্টিল খরচ হয়েছিল তার ৬০ গুণ বেশী৷ হিসেব বলছে, এই প্রজেক্টের জন্য ১০০ বিলিয়ন চীনা মুদ্রা ব্যায় হয়েছে৷ এতো গেল সেতুবন্ধনের কথা৷ এখন দেখার বিষয় ভবিষ্যৎ এই ব্রিজ আরও কিভাবে চীনকে সমৃদ্ধ করবে৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App