×

বিনোদন

হঠাৎ দেখা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৮, ০৩:৪৬ পিএম

হঠাৎ দেখা
‘হঠাৎ দেখা’ কোনো নাটকের নাম নয়। অভিনয়শিল্পী ও নাট্যনির্মাতা দুই বন্ধু জাহিদ হাসান ও আফসানা মিমির হঠাৎ দেখা হওয়ার গল্পের নামকরণই করা হয়েছে হঠাৎ দেখা। তাদের কাছে বন্ধুত্ব হচ্ছে এমনই এক বিশ্বাসের নাম, বহুদিন দেখা না হলেও, বন্ধুত্ব বেঁচে থাকে আপন বিশ্বাসে। সম্প্রতি দুজনই দুটি ভিন্ন নাটকের শুটিং করছিলেন রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে। জাহিদ হাসান শুটিং করছিলেন শুটিং হাউসের চতুর্থ তলায় এবং আফসানা মিমি শুটিং করছিলেন দ্বিতীয় তলায়। বিকেলের আলোয় যখন সেদিনের মতো শুটিং শেষ করে জাহিদ হাসান গন্তব্যের উদ্দেশে রওয়ানা হচ্ছিলেন তখনই জানতে পারলেন মিমি অল্পকিছুক্ষণের মধ্যেই জাহিদ হাসান শুটিং হাউস ত্যাগ করবেন, মিমি ছুটে গেলেন নিচে। মিমিকে দেখে জাহিদ হাসানও অবাক হলেন যে একই হাউসে শুটিং করছেন অথচ দুজনের কেউই জানতেন না । দুই বন্ধুর দেখা হওয়া এবং আবেগঘন কিছু মুহূর্ত সেই সময়ই ফ্রেমবন্দি করা হয়। খুব অল্প সময়ের গল্পে জানান যায় ১৯৮৯/৯০ সালে দুজন মঞ্চে কাজ করার সময় জানতে পারেন যে ছোটবেলায় তারা একই স্কুলে পড়েছেন। সিরাজগঞ্জ জাহিদ হাসানের জন্মস্থান। ছোটবলোয় আফসানা মিমিকে সেখানকার স্কুলে পড়তে হয়েছিল। ছোট বেলায় জাহিদ ও মিমি সিরাজগঞ্জের হৈমবালা স্কুলে একসঙ্গে একই শ্রেণিতে পড়েছেন। আর তা জেনেছেন বড় হয়ে। সেই থেকে দুজন যেন একে অন্যের খুব ভালো বন্ধু এবং সেই বন্ধুত্ব আজো অটুট রয়েছে। জাহিদ হাসান এরই মধ্যে শেষ করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবারের বিকেল’ চলচ্চিত্রের কাজ। আফসানা মিমি নির্মিত সর্বশেষ টেলিফিল্ম হচ্ছে ‘রূপকথা নয়’। তার নির্মিত সর্বশেষ ধারাবাহিক হচ্ছে ‘সাতটি তারার তিমির’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App