×

জাতীয়

পল্লবীতে ট্যাংক বিস্ফোরণে দগ্ধ হাসান মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৮, ১১:৫৫ এএম

পল্লবীতে ট্যাংক বিস্ফোরণে দগ্ধ হাসান মারা গেছেন
মিরপুরের পল্লবী এলাকায় রিজার্ভ ট্যাংক বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসান(৩০) মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩জনে দাঁড়িয়েছে। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসান ওই বাড়ির কেয়ারটেকার ছিলেন। এর আগে গত মঙ্গলবার ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় বাড়ির মালিক ইয়াকুব আলীসহ দগ্ধ ৫জনকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে বুধবার রাতেই বাড়ির ভাড়াটিয়া ইয়াসমিনের মেয়ে শিশু রুহি (৩) মারা যায়। এরপর বৃহস্পতিবার সকালে মারা যান বাড়ির মালিক ইয়াকুব আলীর (৭০) স্ত্রী হাসিন আরা খানম। হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন- বাড়িরর মালিক ইয়াকুব আলী, ভাড়াটিয়া ইয়াসমিন। ইয়াকুব আলী জানিয়েছিলেন, সকালের দিকে বাসার নিচতলার রিজার্ভ ট্যাংকের ঢাকনা খুলে পরিষ্কার করতে যান হাসান। ভেতরে অন্ধকার থাকায় কিছু দেখা যাচ্ছিল না। এজন্য ওই কাগজে আগুন জ্বালালে সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App