×

বিনোদন

টিভি অনুষ্ঠানের দর্শকপ্রিয়তা কি কমছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৮, ০৩:০৪ পিএম

টিভি অনুষ্ঠানের দর্শকপ্রিয়তা কি কমছে
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। হানিফ সংকেতের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় প্রায় তিন দশক ধরে এ দেশের মানুষের হৃদয়ে জায়গা দখল করে আছে অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের সবশেষ পর্বটি প্রচার হয়েছে গতকাল ৩০ মার্চ শুক্রবার। এবারের পর্বটি ধারণ করা হয়েছে শিক্ষা, সাহিত্য, সঙ্গীতে সমৃদ্ধ জেলা ব্রাহ্মণবাড়িয়ায়। গত ১৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে তিতাসপাড়ার তিতাস গ্যাস ফিল্ডের এক নম্বর ক‚পের সামনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস দিয়ে সাজানো মঞ্চে ধারণ করা হয় এবারের ইত্যাদি। সেখানে ইত্যাদির শুটিং দেখতে ২৫ হাজারেরও বেশি মানুষ জমায়েত হন। পুরো ব্রাহ্মণবাড়িয়া যেন সেদিন উৎসবের নগরীতে রূপ নিয়েছিল। ৩০ বছর পরও কেন ইত্যাদি এখনো মানুষের কাছে এত জনপ্রিয়? এ ব্যাপারে ইত্যাদির মূল অধিকর্তা হানিফ সংকেত বলেন, ‘আমরাও সব সময় বলি ইত্যাদি সব শ্রেণি-পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান। কারণ একটি শিশুও যেমন ইত্যাদি দেখে, তেমনি তার দাদুও দেখেন। ইত্যাদিতে আমরা সবার কথা বলতে চেষ্টা করি। কারণ দেশ গড়ায় সবার অবদান রয়েছে। আর তাই আমরা ইত্যাদিকে নিয়ে যাই গ্রামে-গঞ্জে, সাধারণ মানুষের কাছে। দর্শকরা সময় বের করে আমাদের অনুষ্ঠান দেখতে বসেন। আমিও তাদের সেই সময়ের মূল্য দিতে চেষ্টা করি। কারণ সাধারণ মানুষের সমর্থন, সহযোগিতা, ভালোবাসার কারণেই ইত্যাদি পাড়ি দিতে পেড়েছে এই ৩০ বছরের দীর্ঘ পথ।’ দেশীয় টেলিভিশন চ্যানেলে এখন আর দর্শক অনুষ্ঠান দেখেন না বলে রয়েছে নানা রকম আলোচনা। দেশের টিভি দর্শক এখন ভারতীয় সিরিয়াল দেখেন। ভারতীয় সিরিয়ালের আগ্রাসনের কারণে দেশীয় টিভি চ্যানেল থেকে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছেন বলে মনে করেন কেউ কেউ। সেখানে তিন দশক ধরে একটি অনুষ্ঠান দর্শকের মনের আসনে জায়গা দখল করে আছে বিষয়টি অবাক করার মতোই। এদিকে বাংলাদেশের টিভি চ্যানেলে দর্শক সংকটের অন্যতম কারণ বলে অনেকেই মনে করেন বিজ্ঞাপনে অতিরিক্ত চাপ। মূল অনুষ্ঠানের চেয়ে বেশি দেখানো হয় বিজ্ঞাপন। এ ছাড়া কম বাজেটের মানহীন নাটক দেখতে দেখতে দর্শকও বিরক্ত। নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রিয় টিভি নাটক নির্মাতা ভোরের কাগজকে বলেন, ‘এখন নাটক নির্মাণে পরিচালকদের স্বাধীনতা খুবই কম। টিভি চ্যানেল থেকে বলে দেয়া হয় অমুক তারকাকে নেন। সেই তারকা যে এই নাটকের চরিত্রের অভিনয়টা ভালো করতে পারবেন না সেটা তারা বুঝতে চান। কোনো কোনো টিভি চ্যানেলের মার্কেটিং বিভাগ ঠিক করে দেয় কোন নাটক প্রচার হবে। এভাবে ভালো নাটক নির্মাণ করা যায় না। আমাদের ভালো পরিচালক, শিল্পী আছেন। কিন্তু সেই মেধাবী পরিচালক, শিল্পীদের ব্যবহার করা যাচ্ছে না।’ অভিনয় শিল্পী মাহফুজ সুমন বলেন, ‘এখন বিষয়ভিত্তিক টিভি চ্যানেল করা জরুরি। আমাদের সব টিভি চ্যানেলই ‘জগা খিচুরি’ টাইপ অনুষ্ঠান প্রচার করে। সংবাদ, নাটক, টক শো সব দেখানো হয়। তাই খেলা, সিনেমা, সংবাদভিত্তিক আলাদা আলাদা টিভি চ্যানেল চালু করা উচিত। আর টিভি চ্যানেলে দর্শক ধরে রাখতে চাইলে ভালো অনুষ্ঠানের বিকল্প নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App