নব্বইয়ের নওজোয়ান

আগের সংবাদ

উত্তরপ্রদেশে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা

পরের সংবাদ

মৌসুমীর ৯ নায়ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০১৮ , ১:৫৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩১, ২০১৮ , ১:৫৬ অপরাহ্ণ

নন্দিত অভিনেত্রী মৌসুমী গত ২৫ মার্চ পূর্ণ করলেন ২৫ বছর। ব্যক্তিজীবনে নয়, চলচ্চিত্রে কাটালেন এতগুলো বছর। ১৯৯৩ সালের ২৫ মার্চ দর্শকরা প্রথম রুপালি পর্দায় দেখেছিলেন মৌসুমীকে। অভিষেক ছবি ‘কেয়ামত থেকে কেয়ামতে’ তার নায়ক ছিলেন সালমান শাহ। আড়াই দশকে তার নায়ক তালিকায় যুক্ত হয়েছেন অনেকে। বাদ ছিলেন না জুনিয়র নায়করাও। মৌসুমীর পরে ক্যারিয়ার শুরু করেও কেউ কেউ জুটি বাঁধতে পেরেছেন তার সঙ্গে। কেউ কেউ অসম বয়সের গল্পে সুযোগ পেয়ে হয়েছেন মৌসুমীর পর্দাসঙ্গী। প্রিয়দর্শিনীর নায়কদের মধ্যে ‘মেলা’ বেছে নিল কয়েকজন জুনিয়রকে। লিখেছেন এম রহমান

আমিন খান
মৌসুমীর মাস কয়েকের জুনিয়র আমিন খান! ১৯৯৩ সালের মার্চে মৌসুমী অভিষিক্ত হোন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামতে’। একই বছরের অক্টোবরে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মনে’ অভিষেক ঘটে আমিন খান। এই হিসেবে মৌসুমীর জুনিয়র আমিন খান। এই নায়কের বিপরীতে মৌসুমী অভিনয় করেন ‘স্ত্রী কেন শত্রæ’, ‘আম্মাজান’, ‘লাল দরিয়া’, ‘স্ত্রীর মর্যাদা’, ‘উত্তেজিত’, ‘আজ গায়ে হলুদ’ ইত্যাদি ছবিতে।

ফেরদৌস
মৌসুমীর সর্বাধিক ছবির নায়ক ফেরদৌস। মৌসুমীর প্রথম পরিচালিত ছবিরও নায়ক ফেরদৌস। মৌসুমীর ক্যারিয়ারের অন্যতম ব্যবসা সফল ছবি ‘খায়রুন সুন্দরী’রও নায়ক ফেরদৌস। ১৯৯৭ সালে ‘পৃথিবী আমারে চায় না’ এবং ‘বুকের ভেতর আগুন’ এই দুটি ছবি নিয়ে আত্মপ্রকাশ করেন তিনি। মৌসুমীর সঙ্গে ফেরদৌসের প্রথম ছবি বাদল খন্দকার পরিচালিত ‘মিস ডায়না’। এটি মুক্তির সময় মৌসুমীর ক্যারিয়ারের বয়স ছিল ৬।

শাকিল খান
একই নির্মাতার হাত ধরে চলচ্চিত্রে আসেন মৌসুমী ও শাকিল খান। মৌসুমীর অভিষেকের চার বছর পর ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিতে অভিষেক ঘটে শাকিল খানের। তিনি মৌসুমীর সঙ্গে প্রথম জুটি হয়ে ছবি করেন ‘মগের ম্ল্লুুক’। ‘আমার প্রেম আমার অহংকার’, ‘কষ্ট’ ইত্যাদি ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেন। সেই সময় শাকিল-পপি জুটি ছিল বেশি কদরের।

রিয়াজ
মৌসুমীর আগমনের দুই বছর পর চলচ্চিত্রে প্রবেশ রিয়াজের। তার প্রথম ছবি দেওয়ান নজরুল পরিচালিত ‘বাংলার নায়ক’ মুক্তি পায় ১৯৯৫ সালে। শাবনূর ও পূর্ণিমার সঙ্গে জুটি বেঁধে চুটিয়ে ছবি করতে থাকেন রিয়াজ। মৌসুমীর সঙ্গে জুটি বাঁধতে তার লেগে যায় অনেকগুলো বছর। সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘মোল্লাবাড়ির বউ’ ছবিতে শাবনূরের সঙ্গে মৌসুমীকেও রিয়াজ পাশে পান। তারপর তারা দুজনে আরো কিছু ছবি করেছেন।

শাকিব খান
একেবারেই বেমানান জুটি বলে মনে করা হয় মৌসুমী-শাকিবকে। শাকিব খানের সঙ্গে মৌসুমী জুটি বাঁধেন উত্তম আকাশ পরিচালিত ‘তুই যদি আমার হইতিরে’ ছবিতে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি এটি। যখন শাকিব খানও আট বছর পার করে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অনন্ত ভালোবাসা’ শাকিবের প্রথম ছবি। এরপর মৌসুমী-শাকিব ‘দেবদাস’ ছবিতেও জুটি বাঁধেন। দুটোর কোনোটিই তেমন ভালো চলেনি।

মোশাররফ করিম
তিনি টেলিভিশনের অভিনেতা। রেকর্ডসংখ্যক নাটকে অভিনয় করেছেন। তিনি যখন মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তখন তিনি জনপ্রিয়তার তুঙ্গে। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ ছবিতে মৌসুমীর স্বামীর চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। এর আগে তারা জুটিবদ্ধ হয়ে নাটক-টেলিফিল্ম করেছেন। মৌসুমীর অনেক বছর পরে ক্যারিয়ার শুরু করেছেন মোশাররফ। চলচ্চিত্রে নয়, ছোট পর্দাতেই তার ক্যারিয়ার শুরু। গত দশকের মাঝমাঝিতে অভিনয়ে যুক্ত হোন তিনি।

আদনান
এই নায়ককে অনেকেই চিনতে পারবেন না। কারণ প্রথম ছবি করার পরই তিনি হারিয়ে গেছেন। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘পাষাণের প্রেমে’ যদিও আদনানের নায়িকা ছিলেন অপু বিশ্বাস, ছবিতে একটি বিশেষ চরিত্রে ছিলেন মৌসুমীও। চিত্রনাট্যে দেখা যায়, তার চেয়ে বয়সী মৌসুমীর প্রেমে পড়েন আদনান। এই নাটকীয়তাকে কেন্দ্র করেই এগোয় ছবির গল্প। ছবিতে মৌসুমীর স্বামীর চরিত্রে ছিলেন অমিত হাসান। ছিলেন শাহরিয়ার নাজিম জয়ও।

নিলয়
সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার বিজয়ী ছিলেন নিলয়। যে প্রতিযোগিতার বিচারক ছিলেন মৌসুমী। বিচারকের বিপরীতেই অভিনয় করলেন প্রতিযোগী! এই চমকপূর্ণ জুটি বেলাল আহমেদের আবিষ্কার। ‘ভালবাসবোই তো’ ছবিতে মৌসুমী-নিলয় জুটি বাঁধেন। এই অসম জুটিকে রুপালি পর্দায় দেখে যেতে পারেননি পরিচালক। তার অকাল মৃত্যুর পর মৌসমী দায়িত্ব নিয়ে ছবির কাজ শেষ করেন। ২০১৬ সালের ১৪ ফেব্রæয়ারি চ্যানেল আইতে ছবিটির প্রিমিয়ার হয়।

আনিসুর রহমান মিলন
হাবিবুল ইসলাম হাবিবের প্রথম ছবি ‘রাত্রির যাত্রী’। মুক্তি পেতে দেরি করে ফেলেছে অনেক। আসি আসি করেও আসা হচ্ছে না। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তাকে ঘিরেই ছবির গল্প আবর্তিত হয়েছে। এ ছবিতে মৌসুমীর সঙ্গে কাজ করতে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে। মিলন কাজের সূত্রে মোশাররফ করিমের সমসাময়িক। তিনিও মূলত টেলিভিশনের অভিনেতা। পরে আসেন চলচ্চিত্রে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়