×

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘকে সম্পৃক্ত করতে রাজি মিয়ানমার : শাহরিয়ার আলম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০১৮, ০৩:২৩ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘকে সম্পৃক্ত করতে রাজি মিয়ানমার :  শাহরিয়ার আলম
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘকে সম্পৃক্ত করতে মিয়ানমার রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে এ কথা জানান তিনি। ওআইসি সম্মেলনের বিষয়ে সেমিনারটির আয়োজন হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাখাইন থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক দূতাবাসকে (ইউএনইচসিআর) অন্তর্ভুক্ত করতে মিয়ানমার সম্মত হয়েছে। ওআইসি সম্মেলনের বিষয়ে শাহরিয়ার আলম বলেন, আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) ৪৫তম সম্মেলন। সেখানে রোহিঙ্গা সংকটের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করা হবে। শুধু তাই নয়, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে কিছু করার জন্যও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানো হবে ওই সম্মেলনে। সম্মেলনে অংশ নিতে আসা পররাষ্ট্রমন্ত্রীদের ৪ মে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন নিয়ে যাওয়া হবে বলেও জানান মন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার বলছে- বাংলাদেশের দেয়া রোহিঙ্গাদের প্রাথমিক তালিকায় তথ্যের ঘাটতি আছে। তারা (মিয়ানমার) শিগগিরই দ্বিতীয় দফা আরেকটি তালিকা দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App