×

জাতীয়

ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে দগ্ধ শাহীন মিয়া মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০১৮, ১১:৪৬ এএম

ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে দগ্ধ শাহীন মিয়া মারা গেছেন
ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় আরএস টাওয়ারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহীন মিয়া মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভালুকায় বিস্ফোরণের ঘটনায় শাহীনের শরীরের ৮৩ ভাগ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। গত শনিবার রাত দেড়টার দিকে ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি ছয়তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তৃতীয় তলার দেয়াল ও কাঁচের দরজা-জানালাগুলো ভেঙে প্রায় ২০০ মিটার পর্যন্ত দূরত্বে ছড়িয়ে পড়ে। এতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদ অপু ঘটনাস্থলেই মারা যান। মারাত্মক দগ্ধ হন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন, দীপ্ত সরকার ও হাফিজ। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মাস্টারবাড়ি ইসকয়ার ইন্ডাস্ট্রিজে তারা ইন্টার্ন করতে ১০ দিন আগে এই ছয় তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App