×

তথ্যপ্রযুক্তি

সস্তা আইপ্যাড আনছে অ্যাপল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৮, ০৪:২২ পিএম

সস্তা আইপ্যাড আনছে অ্যাপল
ম্যাকবুক প্রোর সস্তা সংস্করণ আসছে এমন গুঞ্জনের পর আইপ্যাডের বিশেষ সংস্করণের ঘোষণা দিতে যাচ্ছে অ্যাপল। স্বল্পমূল্যের এই সংস্করণটি ২৭ মার্চ শিকাগোয় একটি প্রেস ইভেন্টের মাধ্যমে উন্মোচন করা হবে। আর ইভেন্টটি শিক্ষাকেই মূল হিসেবে ধরে আয়োজন করা হবে। স্বল্পমূল্যের আইপ্যাডটি দেখতে অনেকটাই আইপ্যাড এয়ার ২ এর মতো। যেটাতে ৯.৭ ইঞ্চির রেটিনা ডিসপ্লে এবং এ৯ চিপ থাকছে। অ্যাপল তাদের এই চিপটি প্রথম ব্যবহার শুরু করে আইফোন ৬এসে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বাজারে আসতে যাওয়া এই আইপ্যাডের নাম হবে শুধুই ‘আইপ্যাড’। এর ৩২ জিবির সংস্করণের জন্য খরচ করতে হবে ৩২০ ডলার। এটিকে অ্যাপল একটি নতুন এবং উন্নত সংস্করণের আইপ্যাড বলেই পরিচয় করিয়ে দিতে চায়। ব্লুমবার্গ জানাচ্ছে, এটিতে কিছু হার্ডওয়্যারের সঙ্গে সঙ্গে সফটওয়্যারেও পরিবর্তন আসতে পারে। আর আইওএসে আসবে নতুন কিছু শিক্ষা বিষয়ক বা ক্লাসরুম নামের ফিচার। এটি গুগলের ক্রোমবুকের মতো ক্লাসরুমের কথা ভেবেই তৈরি করেছে অ্যাপল। গুগলের ল্যাপটপটি সস্তা, নিরাপদ এবং পরিচালনা করা খুব সহজ। এছাড়াও অ্যাপল চিন্তা করছে তাদের এন্ট্রি লেবেলের আইপ্যাডগুলোর দাম আরো কমাতে। একই সঙ্গে এটিকে আরো স্মার্ট করতে। অ্যাইপ্যাডের পাশাপাশি অ্যাপল একটি সস্তা ম্যাকবুক নিয়ে কাজ করছে বলেও গুঞ্জন শোনা গেছে। সেটি চলতি বছরেই আসবে বলেও অনেকেই বলছেন। অ্যাপল বিষয়টি নিয়ে মুখ খোলেনি। তবে সেরকম কিছু আসছে কিনা সেটা ২৭ মার্চের ইভেন্টেই জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App