×

জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৮, ০৮:৪৭ পিএম

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় ট্রাম্প
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় ট্রাম্প
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় ট্রাম্প
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় ট্রাম্প
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় ট্রাম্প
মিয়ানমারে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশায় পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ট্রাম্প। বার্তায় ট্রাম্প লিখেছেন,‘নিরাপত্তার জন্য আপনার দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে করণীয় নিয়ে আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। এই সব নারী, পুরুষ ও শিশুদের সহায়তায় আপনি যা যা করেছেন তার সব কিছুর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।’ গত ২৪ মার্চ মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সেখান থেকে পালিয়ে আসা সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদকেও চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, ‘সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঠাঁই দেওয়ায় বাংলাদেশের জনগণ ও আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দুর্দশাগ্রস্ত ওই সব মানুষের প্রতি আপনার দেশের জনগণের সহৃদয়তা স্বীকার এবং তার প্রতি সম্মান জানায় ‍যুক্তরাষ্ট্র।’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লেখা ট্রাম্পের দুটি চিঠিই সংবাদমাধ্যমে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উভয় চিঠিতেই যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাস দমন, বাণিজ্য ও বিনিয়োগে ঢাকা-ওয়াশিংটনের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App